‘চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় নিলেও বার্সা অবশ্যই ফিরে আসবে’

0

ইন্টার মিলানের কাছে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে নাটকীয় ম্যাচে পরাজিত হয়ে বিদায় নিয়েছে বার্সেলোনা। যদিও বার্সা কোচ হান্সি ফ্লিক বিশ্বাস করেন তার দল অবশ্যই এই পরাজয়ের স্মৃতি ভুলে ফিরে আসবে।

সেমিফাইনালে দুই লেগে দুর্দান্ত লড়াইয়ের পর ৭-৬ ব্যবধানে পিছিয়ে কাতালান জায়ান্টরা বিদায় নিয়েছে। হান্সি ফ্লিকের অধীনে প্রথম মৌসুমেই বার্সেলোনা কোয়াড্রাপল জয়ের স্বপ্নে বিভোর ছিল। কিন্তু আবারো ইউরোপীয়ান সর্বোচ্চ ক্লাব আসরে তাদের স্বপ্ন ভঙ্গ হলো।

এই হতাশা কাটিয়ে ওঠা খুব একটা সহজ হবে না বলেই সংশ্লিষ্টদের মত। যদিও ফ্লিক বলেছেন, ‘আমি এই দল নিয়ে গর্বিত। আমরা সবকিছু দেবার চেষ্টা করেছি। সবসময়ই এভাবেই এগিয়ে যাবার চেষ্টা করি। তারপরও কখনো কখনো পিছিয়ে পড়তে হয়। আমাদের এটা মেনে নিতেই হবে। আবারো পরবর্তী মৌসুমের জন্য নিজেদের প্রস্তুত করে তুলতে হবে। চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জয় আমাদের অন্যতম একটি গুরুত্বপূর্ণ লক্ষ্য। অবশ্যই আগামী মৌসুমে আমরা ফিরে আসবো।’

রবিবার মৌসুমের দ্বিতীয় এল ক্লাসিকোতে চির প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবে বার্সেলোনা। এই ম্যাচের ফলাফলের উপরই এবারের লিগের শিরোপা অনেকটাই নির্ভর করছে। ইতোমধ্যেই অবশ্য বার্সেলোনা রিয়ালের থেকে চার পয়েন্ট এগিয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছে।

ইতোমধ্যেই ফ্লিকের অধীনে কাতালান জায়ান্টরা এ মৌসুমে স্প্যানিশ সুপার কাপ ও কোপা ডেল রে শিরোপা জয় করেছে। এখনো ঘরোয়া ট্রেবল জয়ে ফেবারিট হিসেবে টিকে রয়েছে বার্সা। 

ফ্লিক আরো বলেন, ‘অবশ্যই লা লিগায় রোববার একটি কঠিন ম্যাচ আছে। কিন্তু আমরা পুরোপুরি প্রস্তুত। সবকিছু দেবার চেষ্টা করবো। যখন খেলোয়াড়রা ঘরে ফিরবে, সেটা রাত তিনটা কিংবা চারটা হোক, অথবা সকালে, আয়নায় নিজেদের দেখলে অবশ্যই গর্বিত অনুভব করবে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here