চ্যাম্পিয়ন্স লিগে অলিম্পিয়াকসের মাঠে ৪-৩ গোলের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছেড়েছে রিয়াল মাদ্রিদ। রিয়ালের হয়ে একাই চারটি গোল করেছেন কিলিয়ান এমবাপে। এই জয়ে টেবিলের পাঁচে উঠে এলো স্প্যানিশ জায়ান্টরা।
বুধবার (২৬ নভেম্বর) স্বাগতিক অলিম্পিয়াকস ম্যাচের মাত্র ৮ মিনিটেই চমকে দিয়ে লিড নিয়ে নেয়। পিছিয়ে পড়া রিয়ালের জন্য এগিয়ে আসেন কিলিয়ান এমবাপে। মাত্র ৭ মিনিটেই তিনবার প্রতিপক্ষের জাল কাঁপিয়ে আদায় করে নেন হ্যাটট্রিক। এই নিয়ে এবারের চ্যাম্পিয়ন্স লিগে দ্বিতীয় হ্যাটট্রিক করলেন তিনি। প্রথমটি করেছিলেন কয়রাত আলমাতির বিপক্ষে।
অলিম্পিয়াকসে বিপক্ষে হ্যাটট্রিক করতে এমবাপের সময় লাগে ৬ মিনিট ৪২ সেকেন্ড, চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে যা দ্বিতীয় দ্রুততম। ২০২২ সালে রেঞ্জার্সের বিপক্ষে মাত্র ৬ মিনিট ১৩ সেকেন্ডে হ্যাটট্রিক করে রেকর্ডটি নিজের করে রেখেছেন মোহাম্মদ সালাহ।
অলিম্পিয়াকসে বিপক্ষে ম্যাচে ৫২তম মিনিটে এক গোল শোধ দেয় অলিম্পিয়াকস। তবে ৫৯তম মিনিটে চতুর্থ গোলটি করেন এমবাপ্পে এবং জয়ের পথে এগিয়ে যায় রিয়াল। এই গোলে সহায়ক ছিলেন ভিনিসিউস।
এবারের চ্যাম্পিয়ন্স লিগে পাঁচ ম্যাচে ৯ গোল করে এখন আসরের সর্বোচ্চ গোলদাতা এমবাপে। রিয়াল মাদ্রিদের জার্সিতে এই মৌসুমে তার মোট গোল হলো ২২টি।

