চ্যাম্পিয়ন্স ট্রফি: নরকিয়ার চোটে কপাল খুললো বশের

0

সতীর্থের চোটে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার দুয়ার খুলে গেছে কর্বিন বশের। পিঠের সমস্যায় ছিটকে পড়া গতিময় পেসার এনরিখ নরকিয়ার জায়গায় এই পেস বোলিং অলরাউন্ডারকে বৈশ্বিক আসরের দলে যোগ করেছে দক্ষিণ আফ্রিকা।

গত মাসেই ৩১ বছর বয়সী নরকিয়ার ছিটকে যাওয়ার কথা নিশ্চিত করে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা। তবে তখন দলে কাউকে যুক্ত করেনি তারা। ঘরোয়া ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট এসএটোয়েন্টি শেষে বশকে ডেকেছে দলটি। এই টুর্নামেন্টের ফাইনালে সানরাইজার্স ইস্টার্ন কেপকে ৭৬ রানে উড়িয়ে তৃতীয় আসরের শিরোপা জিতে নেয় এমআই কেপ টাউন।

এমআই কেপ টাউনের এই সাফল্যে গুরুত্বপূর্ণ অবদান রাখেন ৩০ বছর বয়সী বশ। ৮ ম্যাচ খেলে ১৭.৩৬ গড়ে ১১ উইকেট নেন তিনি। ফাইনালে তার শিকার একটি। ৮ ম্যাচে ব্যাটিং পেয়েছেন কেবল একবার, শিরোপা নির্ধারণী ম্যাচে ২ বল খেলে রানের খাতা খুলতে পারেননি তিনি।

ক্যারিয়ারের একমাত্র ওয়ানডে গত ডিসেম্বরে খেলেন বশ। পাকিস্তানের বিপক্ষে ওই ম্যাচে অপরাজিত ৪০ রান করেন তিনি। বল হাতে নেন এক উইকেট। লিস্ট ‘এ’ ক্রিকেটে তিন ফিফটিতে ৫৪৭ রান করা বশের নামের পাশে উইকেট ৩৮টি। দক্ষিণ আফ্রিকার জার্সিতে একটি টেস্টও খেলেছেন তিনি, গত ডিসেম্বরে পাকিস্তানের বিপক্ষে।

চ্যাম্পিয়ন্স ট্রফির দলে তরুণ পেসার কিউনা মাফাকাকে সফরসঙ্গী হিসেবে রেখেছে দক্ষিণ আফ্রিকা। বশ, মাফাকার পাশাপাশি টোনি ডি জোর্জির রোববার করাচিতে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা। বৈশ্বিক টুর্নামেন্টের আগে পাকিস্তানে ত্রিদেশীয় সিরিজ খেলছে দক্ষিণ আফ্রিকা। যেখানে অন্য দুই প্রতিপক্ষ নিউ জিল্যান্ড ও স্বাগতিক পাকিস্তান।

পাকিস্তানের সাবেক অলরাউন্ডার ইয়াসির আরাফাতকে ত্রিদেশীয় সিরিজ ও চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য কোচিং স্টাফে যোগ করেছে দক্ষিণ আফ্রিকা। ত্রিদেশীয় সিরিজে দক্ষিণ আফ্রিকার প্রথম ম্যাচে সোমবার (১০ ফেব্রুয়ারি), প্রতিপক্ষ নিউজিল্যান্ড। পরের ম্যাচ বুধবার পাকিস্তানের বিপক্ষে।

আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামী ২১ ফেব্রুয়ারি চ্যাম্পিয়ন্স ট্রফির পথচলা শুরু করবে দক্ষিণ আফ্রিকা। গ্রুপ পর্বে তাদের অন্য দুই প্রতিপক্ষ অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড, ম্যাচ দুটি মাঠে গড়াবে ২৫ ফেব্রুয়ারি ও ১ মার্চ।

চ্যাম্পিয়ন্স ট্রফির দক্ষিণ আফ্রিকা দল: টেম্বা বাভুমা (অধিনায়ক), কর্বিন বশ, টোনি ডি জোর্জি, মার্কো ইয়ানসেন, হাইনরিখ ক্লসেন, কেশাভ মহারাজ, এইডেন মার্করাম, ডেভিড মিলার, ভিয়ান মুল্ডার, লুঙ্গি এনগিডি, কাগিসো রাবাদা, রায়ান রিকেলটন, তাব্রেইজ শামসি, ট্রিস্টান স্টাবস, রাসি ফন ডার ডাসেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here