চ্যাম্পিয়নস লিগে সিটির মুখোমুখি রিয়াল, বার্সার প্রতিপক্ষ পিএসজি

0

চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের ড্র অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সুইজারল্যান্ডের নিয়নে এ ড্র অনুষ্ঠিত হয়।

কোয়ার্টার ফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি প্রতিপক্ষ হিসেবে পেয়েছে ১৪ বারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদকে। অপরদিকে, বার্সেলোনা প্রতিপক্ষ হিসেবে পেয়েছে পিএসজিকে।

গত আসরে সেমিফাইনালে রিয়ালকে ৫-১ অগ্রগামিতায় হারিয়েই ফাইনালে ওঠে সিটি। এর আগের আসরেও সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল তারা। সেবার অবশ্য দুই লেগ মিলিয়ে ৬-৫ অগ্রগামিতায় ফাইনালে পা রাখে রিয়াল। তাই কোয়ার্টার ফাইনালে এই দুই দলের লড়াইয়ের প্রতি বাড়তি নজর থাকবে সমর্থকদের। 

এদিকে, আর্সেনালের বিপক্ষে বায়ার্ন মিউনিখ এবং অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে লড়বে বরুশিয়া ডর্টমুন্ড।

শেষ আটের প্রথম লেগ অনুষ্ঠিত হবে ৯ ও ১০ এপ্রিল। দ্বিতীয় লেগ মাঠে গড়াবে ১৬ ও ১৭ এপ্রিল।  

কোয়ার্টার ফাইনাল লাইনআপ

প্রথম কোয়ার্টার ফাইনাল: আর্সেনাল-বায়ার্ন মিউনিখ
দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল: আতলেতিকো মাদ্রিদ-বরুশিয়া ডর্টমুন্ড
তৃতীয় কোয়ার্টার ফাইনাল: পিএসজি-বার্সেলোনা
চতুর্থ কোয়ার্টার ফাইনাল: রিয়াল মাদ্রিদ-ম্যানচেস্টার সিটি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here