চ্যাম্পিয়নস ট্রফির স্কোয়াডে লিটন নেই কেন?

0

চ্যাম্পিয়নস ট্রফির পর্দা উঠবে ১৯ ফেব্রুয়ারি, যা চলবে ৯ মার্চ পর্যন্ত। সেই ধারাবাহিকতায় আজকের (১২ জানুয়ারি) মধ্যে চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড জমা দিতে সময় বেধে দিয়েছিল আইসিসি। এদিন দুপুরেই এক সংবাদ সম্মেলনে বিসিবি আসন্ন মেগা ইভেন্টটির জন্য বাংলাদেশের স্কোয়াড ঘোষণা করেছে। যথারীতি ৮ দলের এই প্রতিযোগিতায় টাইগারদের নেতৃত্ব দেবেন নাজমুল হোসেন শান্ত। ২০ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশ টুর্নামেন্ট শুরু করবে।

চ্যাম্পিয়নস ট্রফির এই স্কোয়াডে জায়গা পাননি লিটন দাস। ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপে সবশেষ হাফ সেঞ্চুরি হাঁকিয়েছিলেন এই টাইগার তারকা। পুনেতে ভারতের বিপক্ষে ওই ম্যাচের পর ১৩ ইনিংসে পঞ্চাশোর্ধ্ব ইনিংস খেলতে পারেননি তিনি।  

সাম্প্রতিক সময়ে অবস্থা ছিল আরও খারাপ। সবশেষ সাত ইনিংসে তার সর্বোচ্চ ছয় রান। এই সময়ে তিনবার আউট হয়েছেন শূন্যতে। শেষ অবধি তাকে অধারাবাহিকতার মূল্য চোকাতে হলো চ্যাম্পিয়নস ট্রফির স্কোয়াডে না থেকে।  

ওপেনার হিসেবে দলে সৌম্য সরকার ও তানজিদ হাসানের সঙ্গে জায়গা করে নিয়েছেন পারভেজ হোসেন ইমন। ওয়ানডেতে এখনো অভিষেক হয়নি তার।  বিপিএলের দুই সপ্তাহ পেরিয়ে গেলেও এখনও মাঠে নামতে পারেননি সৌম্য। তবুও তার ওপরই আস্থা রেখেছেন নির্বাচকরা।  

স্কোয়াডে জায়গা পেয়েছেন চার পেসার। সাম্প্রতিক সময়ে ধারাবাহিকভাবে পারফর্ম করা হাসান মাহমুদ সুযোগ পাননি। তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান ও তানজিম হাসান সাকিবের সঙ্গে প্রথমবারের মতো আইসিসি টুর্নামেন্ট খেলতে যাবেন নাহিদ রানা।

বাঁহাতি স্পিনারের তালিকায় বরাবরই বাংলাদেশের ভরসা ছিলেন সাকিব আল হাসান। কিন্তু বোলিং অ্যাকশন নিষেধাজ্ঞা ও নানা বাস্তবতার কারণে তার না থাকা ছিল অনুমিতই। তার জায়গায় নাসুম আহমেদকে দলে নেওয়া হয়েছে। আছেন রিশাদ হোসেন ও মেহেদী হাসান মিরাজও।

বাংলাদেশ স্কোয়াড: 
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাসকিন আহমেদ, তানজিদ হাসান, তাওহীদ হৃদয়, সৌম্য সরকার, পারভেজ হোসেন ইমন, তানজিম হাসান, নাহিদ রানা, নাসুম আহমেদ, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, মুস্তাফিজুর রহমান, রিশাদ হোসেন, জাকের আলী ও মেহেদী হাসান মিরাজ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here