চ্যাম্পিয়নস ট্রফির স্কোয়াড জমা দেয়ার সময় জানাল আইসিসি

0

আসন্ন চ্যাম্পিয়নস ট্রফিতে অংশগ্রহণকারী দলগুলোকে তাদের প্রাথমিক ১৫ সদস্যের স্কোয়াড আগামী ১২ জানুয়ারির মধ্যে জমা দিতে নির্দেশ দিয়েছে আইসিসি। পাকিস্তানে অনুষ্ঠিতব্য এই মর্যাদাপূর্ণ টুর্নামেন্ট শুরু হবে ১৯ ফেব্রুয়ারি এবং চলবে ৯ মার্চ পর্যন্ত।  

দলগুলো প্রাথমিক স্কোয়াড জমা দেয়ার পরও চূড়ান্ত স্কোয়াডে পরিবর্তন আনার সুযোগ পাবে। চূড়ান্ত ১৫ সদস্যের স্কোয়াড জমা দেয়ার শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে ১২ ফেব্রুয়ারি।  

চ্যাম্পিয়নস ট্রফির ম্যাচগুলো পাকিস্তানের তিনটি শহর লাহোর, করাচি এবং রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠিত হবে। তবে ভারতের ম্যাচগুলো নিরপেক্ষ ভেন্যু সংযুক্ত আরব আমিরাতে আয়োজন করা হবে।  

আটটি দল দুটি গ্রুপে বিভক্ত টুর্নামেন্টে অংশ নিবে। যেখানে বাংলাদেশ পড়েছে গ্রুপ এ-তে। গ্রুপর অন্যরা হলো- স্বাগতিক পাকিস্তান, ভারত ও নিউজিল্যান্ড। গ্রুপ বি-তে রয়েছে আফগানিস্তান, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। 

১৯ ফেব্রুয়ারি করাচিতে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু করবে স্বাগতিক পাকিস্তান। ২৩ ফেব্রুয়ারি দুবাইয়ে অনুষ্ঠিত হবে ভারত-পাকিস্তানের বহুল প্রতীক্ষিত ম্যাচ। 

বাংলাদেশ তাদের প্রথম ম্যাচে মুখোমুখি হবে শক্তিশালী ভারতের বিপক্ষে। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here