নিয়ম অনুযায়ী চ্যাম্পিয়নস ট্রফির প্রাথমিক দল আগামীকালের মধ্যে ঘোষণা করতে হবে। তাই হাতে আছে আর মাত্র এক দিন। দল ঘোষণার পর অদলবদল করার জন্য যদিও হাতে থাকবে এক মাস সময়। তবে প্রাথমিকভাবে খেলোয়াড় তালিকা জমা দেওয়ার জন্য ১২ জানুয়ারি পর্যন্ত সময় বেঁধে দিয়েছে আইসিসি।
এরই মাঝে ইংল্যান্ড প্রাথমিক দল ঘোষণা করেছে। আজ আর আগামীকালের মধ্যে বাকি দলগুলোও প্রাথমিক স্কোয়াড ঘোষণা করার কথা। কিন্তু এর মধ্যেই আজ ক্রিকেট–বিষয়ক খবরের ওয়েবসাইট ক্রিকবাজ খবর দিয়েছে, ভারতের চ্যাম্পিয়নস ট্রফির প্রাথমিক দল ঘোষণা করতে দেরি হতে পারে। বিসিসিআইয়ের সূত্র জানিয়েছে, আইসিসির কাছে সময় বাড়ানোর আবেদন করতে পারে তারা।
সময়মতো দল ঘোষণা করতে না পারার কারণ হিসেবে তারা নাকি দেখাবে অস্ট্রেলিয়ার বিপক্ষে সদ্য শেষ হওয়া বোর্ডার–গাভাস্কার ট্রফির ব্যস্ততাকে, যা ৫ জানুয়ারি সিডনি টেস্টের মাধ্যমে শেষ হয়েছে। তবে ভারতের বিভিন্ন সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, দলটির নির্বাচকেরা মোহাম্মদ শামির ফিটনেসের সর্বশেষ অবস্থা দেখে নিতে চান।
ডানহাতি এই পেসার ২০২৩ বিশ্বকাপ ফাইনালের পর থেকে চোটের কারণে দলের বাইরে। সম্প্রতি রঞ্জি ট্রফি দিয়ে ঘরোয়া ক্রিকেটে ফেরা এই পেসারকে চ্যাম্পিয়নস ট্রফিতে রাখতে চায় অজিত আগারকারের নেতৃত্বাধীন নির্বাচক কমিটি।
তাহলে কবে প্রাথমিক দল ঘোষণা করবে ভারত—এর একটা ধারণাও দেওয়া হয়েছে ক্রিকবাজের প্রতিবেদনে। ভারত হয়তো এক সপ্তাহর পর দল দিতে পারে, এমনটাই বলা হয়েছে সেখানে। তার মানে ভারত চ্যাম্পিয়নস ট্রফির প্রাথমিক দল ঘোষণা করতে পারে ১৮ বা ১৯ জানুয়ারি।
পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতে হতে যাওয়া এবারের চ্যাম্পিয়নস ট্রফি শুরু হবে আগামী ১৯ ফেব্রুয়ারি। দুবাইয়ে ভারত তাদের প্রথম ম্যাচটি খেলবে পরের দিনই, বাংলাদেশের বিপক্ষে।
এবারের চ্যাম্পিয়নস ট্রফির আয়োজক পাকিস্তান ক্রিকেট বোর্ড হলেও ভারত সে দেশে খেলতে যাবে না বলে রোহিত শর্মাদের সব ম্যাচ অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতে। গ্রুপ পর্বে বাংলাদেশ ছাড়াও পাকিস্তান ও নিউজিল্যান্ডের বিপক্ষে খেলবে ভারত।