চ্যাম্পিয়নস ট্রফির তৃতীয় শিরোপা জিতে ভারতের রেকর্ড

0

নিউজিল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়নস ট্রফির তৃতীয় শিরোপা জিতলো ভারত। টুর্নামেন্টের ইতিহাসে ভারত এখন সর্বোচ্চ শিরোপাজয়ী দল।

২০০০ সালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়নস ট্রফির শিরোপা জিতেছিল নিউজিল্যান্ড। ম্যাচটি হয়েছিল নাইরোবিতে। ২৫ বছর পর দুবাইয়ে আবার চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে মুখোমুখি হয় ভারত-নিউজিল্যান্ড। ৪ উইকেটে জিতে এবার পুরোনো বদলা নিলো ভারত।

চ্যাম্পিয়নস ট্রফিতে ভারত প্রথম শিরোপা জিতেছিল ২০০২ সালে। সেবার ভারত-শ্রীলঙ্কা যৌথভাবে চ্যাম্পিয়ন হয়েছিল। এই টুর্নামেন্টে দ্বিতীয় শিরোপা ভারত জিতেছে ২০১৩ সালে স্বাগতিক ইংল্যান্ডকে হারিয়ে। দীর্ঘ ১২ বছর পর ভারত তৃতীয়বারের মতো জিতল চ্যাম্পিয়নস ট্রফির শিরোপা। যা টুর্নামেন্টের ইতিহাসে সর্বোচ্চ। দ্বিতীয় সর্বোচ্চ দুইবার চ্যাম্পিয়নস ট্রফি জিতেছে অস্ট্রেলিয়া।

rohit
চ্যাম্পিয়নস ট্রফি জিতে রোহিত ও কোহলির উল্লাস। ছবি: ক্রিকইনফো

রবিবার (৯ মার্চ) দুবাইয়ে আইসিসির নবম চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে মুখোমুখি ভারত ও নিউজিল্যান্ড।

২৫২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে উড়ন্ত সূচনা পায় ভারত। দুই ওপেনার রোহিত শর্মা ও শুবমান গিল শুরু থেকেই আক্রমণাত্মক খেলেন। বিশেষ করে রোহিত, ব্যাট হাতে তিনি রীতিমতো ঝড় তোলেন। বড় ম্যাচে এসে নিজের সেরাটা দেখালেন ভারত অধিনায়ক।

সতীর্থ গিলকে ননস্ট্রাইক প্রান্তে দাঁড় করিয়ে পেশির জোর দেখানো শুরু করেন রোহিত। ঝোড়ো ব্যাটিংয়ে প্রতিপক্ষের বোলারদের ওপর ছড়ি ঘোড়ান তিনি। আক্রমণাত্মক ব্যাটিংয়ে সঙ্গীকে নিয়ে ১০৫ রানের জুটি গড়েন। ৩১ রানে গিল বিদায়ের পরেই অবশ্য ধাক্কা খেয়েছিল ভারত।

out
 শুরু থেকে ঝড়ো ব্যাটিং করে ব্যক্তিগত৭৬ রানে আউট হন রোহিত শর্মা। ছবি: ক্রিকইনফো

বিনা উইকেটে ১০৫ রান করা দলটিই যে একসময় ১২২ রানে ৩ উইকেট হারায়। এ সময় আউট হন রোহিত নিজেও। ড্রেসিংরুমে ফেরার আগে ৭ চার ও ৩ ছক্কায় খেলেন ৭৬ রানের দুর্দান্ত ইনিংস। মাঝে ১ রানে বিদায় নেন বিরাট কোহলি।

টপ অর্ডার ফিরলেও ম্যাচে দাঁড়িয়ে যান শ্রেয়াস আইয়ার। নিউজিল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত ছন্দটাই আজ দেখান তিনি। প্রতিপক্ষের বিপক্ষে আজকের আগে ৮ ইনিংস ব্যাটিং করার সুযোগ পেয়ে ছয়টিতে পঞ্চাশোর্ধ্ব ইনিংস খেলেছেন তিনি। এর মধ্যে দুটি সেঞ্চুরিও আছে তার। আজও ৪৮ রানের ইনিংস খেলে দলের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। ষষ্ঠ উইকেটে ৬১ রানের জুটি গড়ার পথে তাকে যোগ্য সঙ্গ দেন ২৯ রান করা অক্ষর প্যাটেল।

win
নিউজিল্যান্ডকে হারিয়ে রাহুল ও জাদেজার উল্লাস। ছবি: ক্রিকইনফো

তবে দ্রুতই দুজন বিদায় নিলে ম্যাচে উত্তেজনা বাড়ে। তবে ক্রিজে টিকে থেকে জয় নিয়ে মাঠ ছাড়ে লোকেশ রাহুল।৩৪ রানে অপরাজিত থেকে ভারতকে চ্যাম্পিয়ন করেন তিনি। এতে ৬ বল হাতে রেখে ৪ উইকেটের জয় পায় ভারত।

এর আগে ড্যারিল মিচেল ও মাইকেল ব্রেসওয়েলের জোড়া ফিফটিতে ২৫১ রান তোলে নিউজিল্যান্ড। সর্বোচ্চ ৬৩ রান করা মিচেলের বিপরীতে ৫৩ রানে অপরাজিত থাকেন ব্রেসওয়েল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here