চ্যাম্পিয়নস ট্রফির আগে যাদের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ

0

বিপিএল শেষে আগমী শনিবার (৮ ফেব্রুয়ারি) থেকে শুরু হবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অনুশীলন ক্যাম্প। চ্যাম্পিয়নস ট্রফিকে সামনে রেখে চারদিন ব্যাপী এই ক্যাম্প শেষ হবে ১২ ফেব্রুয়ারি। এরপর ১৩ ফেব্রুয়ারি দিবাগত রাতে দুবাইয়ের উদ্দেশে দেশ ছাড়বে বাংলাদেশ। সেখানে পৌছে একটি প্রস্তুতি ম্যাচ খেলারও কথা রয়েছে টাইগারদের। 

জানা গেছে, আগামী ১৫ ফেব্রুয়ারি দুবাইতে পাকিস্তান ‘এ’ দলের মুখোমুখি হবে টাইগাররা। এটি হতে যাচ্ছে টুর্নামেন্টটির আগে বাংলাদেশ দলের একমাত্র প্রস্তুতি ম্যাচ। পরে নিজেদের প্রথম ম্যাচে ২০ ফেব্রুয়ারি ভারতের মোকাবেলা করবে বাংলাদেশ দল।

আইসিসি মেগা ইভেন্টে ‘এ’-তে থাকা বাংলাদেশের বাকি দুই প্রতিপক্ষ স্বাগতিক পাকিস্তান ও নিউজিল্যান্ড। আগামী ২৪ ও ২৭ ফেব্রুয়ারি গ্রুপ পর্বে যথাক্রমে নিউজিল্যান্ড এবং পাকিস্তানের মুখোমুখি হবে টাইগাররা। বাংলাদেশ শেষ দুই ম্যাচ খেলবে পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে।

ইতোমধ্যে সহকারী কোচ মোহাম্মদ সালাহউদ্দিনের সাথে কাজ শুরু করেছেন জাতীয় দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্তসহ কয়েকজন খেলোয়াড়। এখনও যারা বিপিএলে খেলছেন, তারা পরবর্তীতে ক্যাম্পে যোগ দেবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here