পিঠের চোটে আসন্ন চ্যাম্পিয়নস ট্রফি থেকে ছিটকে গেছেন দক্ষিণ আফ্রিকার এই ফাস্ট বোলার অ্যানরিখ নরকিয়া। তার বদলি হিসেবে এবার বোলিং অলরাউন্ডার করবিন বশকে দলে ভেড়ালো দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড।
বেশ কিছুদিন আগে ইনজুরি আক্রান্ত হলেও নরকিয়াকে নিয়ে স্কোয়াড ঘোষণা করে সিএসএ। কিন্তু তার অবস্থা খেলার মতো ফিট না হওয়ায় তাকে ছাড়াই পরিকল্পনা করে তারা।
নরকিয়ার বদলে জায়গা পাওয়া ৩০ বছর বয়সী বশ গত ডিসেম্বরে পাকিস্তানের বিপক্ষে অভিষেক ম্যাচ খেলেছেন। এর আগে ২০১৯ ও ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের সময়ও চোটের কারণে টুর্নামেন্ট শুরুর আগে ছিটকে গিয়েছিলেন নরকিয়া।
দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড (সিএসএ) নরকিয়া ছিটকে যাওয়ার পর জেরাল্ড কোয়েৎজিকে বদলি করার কথা ভেবেছিল। এই অলরাউন্ডারকে চলমান ত্রিদেশীয় সিরিজের দলেও রাখা হয়।
তবে হ্যামস্ট্রিংয়ে চোটের কারণে ত্রিদেশীয় সিরিজ এবং চ্যাম্পিয়নস ট্রফি থেকে ছিটকে যান কোয়েৎজিও। স্কোয়াডে রিজার্ভ ক্রিকেটার হিসেবে কুয়েনা মাফাকাকেও নিয়েছে সিএসএ।