চ্যাম্পিয়নস ট্রফিতে আম্পায়ার হিসেবে থাকছেন সৈকত

0

বর্তমান সময়ে বাংলাদেশি আম্পায়ারের কথা হলে সবার আগে নাম ওঠে শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতের। সম্প্রতি ভারত-অস্ট্রেলিয়া টেস্টে আম্পায়ারিং করে নতুন করে আলোচনায় এসিছিলেন আইসিসি এলিট প্যানেলের আম্পায়ার সৈকত।

এবার চ্যাম্পিয়নস ট্রফিতেও থাকছেন বাংলাদেশি এই আম্পায়ার। শরফুদ্দৌলাকে রেখেই ১৫ সদস্যের ম্যাচ অফিশিয়ালদের নাম ঘোষণা করেছে আইসিসি।

হাইব্রিড মডেলের টুর্নামেন্ট অফিশিয়ালদের মধ্যে ৩ জন হচ্ছেন ম্যাচ রেফারি। বিপিএল শেষেই তাই মূল আয়োজক দেশ পাকিস্তানের উদ্দেশ্যে রওনা দেবেন ৪৮ বছর বয়সী আয়াম্পার। সংযুক্ত আরব আমিরাতকে সঙ্গে নিয়ে এবারের টুর্নামেন্ট আয়োজন করবে পাকিস্তান। 

টুর্নামেন্টটি শুরু হবে ১৯ ফেব্রুয়ারি। আর পর্দা নামবে ৯ মার্চ।

সর্বশেষ ২০১৭ সালে ইংল্যান্ডে হওয়া চ্যাম্পিয়নস ট্রফিতে ম্যাচ পরিচালনা করা ৬ আম্পায়ার এবারও আছেন। সেই ৬ জন হচ্ছেন- ক্রিস গ্যাফানে, কুমার ধর্মসেনা, রিচার্ড ইলিংওয়ার্থ, পল রাইফেল, রড টাকার ও রিচার্ড কেটেলবরো।

আর বাকি ৬ জন হচ্ছেন-  আদ্রিয়ান হোল্ডস্টক, এহসান রাজা, মাইকেল গফ, শরফুদ্দৌলা, জোয়েল উইলসন ও অ্যালেক্স হোয়ার্ফ। 

অন্যদিকে ম্যাচ রেফারি দায়িত্বে থাকবেন- অস্ট্রেলিয়ার ডেভিড বুন, শ্রীলঙ্কার রঞ্জন মাদুগালে ও জিম্বাবুয়ের অ্যান্ডি পাইক্রফট। তবে ভারতের কোনো ম্যাচ অফিশিয়াল নেই।

২০১০ সালে আন্তর্জাতিক আম্পায়ারিং ক্যারিয়ার শুরু করা শরফুদ্দৌলা বাংলাদেশের প্রথম আম্পায়ার হিসেবে গত মার্চে আইসিসির এলিট প্যানেলে জায়গা পান। তারপর থেকেই একের পর এক আইসিসি টুর্নামেন্টে ম্যাচ পরিচালনা করছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here