চ্যাটজিপিটি যুক্ত হচ্ছে গাড়িতে

0

এবার গাড়িতেও যুক্ত হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন চ্যাটবট চ্যাটজিটিপি। জার্মান গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ভক্সওয়াগন তাদের গাড়িতে যুক্ত করবে এই সুবিধা। 

প্রতিষ্ঠানটি জানিয়েছে, এ বছরের দ্বিতীয় প্রান্তিকেই কিছু মডেলের গাড়িতে চ্যাটজিপিটি যুক্ত করা হবে। 

ভক্সওয়াগন জানিয়েছে, চ্যাটজিপিটি গাড়িতে ‘ইন-কার ভয়েস অ্যাসিস্ট্যান্ট’ হিসেবে কাজ করবে। ফলে চালকরা সহজেই গাড়ির বিভিন্ন যন্ত্রাংশের কার্যকারিতা জানার পাশাপাশি সেগুলো মেরামতের দিকনির্দেশনা জানতে পারবেন। এছাড়াও শীতাতপব্যবস্থা চালু বা বন্ধ করার পাশাপাশি পথচলার সময় বিভিন্ন তথ্য দিয়েও চালকদের সহায়তা করবে এই কৃত্রিম বুদ্ধিমত্তা।

বিল্টইনভাবে চ্যাটজিপিটি যুক্ত থাকায় ব্যবহারকারীদের আলাদা অ্যাকাউন্ট খুলতে হবে না। চালক ‘হেই আইডিএ’ উচ্চারণ করলেই সাড়া দেবে চ্যাটজিপিটি। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here