হলিউডের অভিনেত্রী স্কারলেট জোহানসনের অভিযোগ। তারপর হঠাৎ করেই গায়েব চ্যাটজিপিটির নতুন মডেল ‘জিপিটি-৪ও’তে থাকা ‘স্কাই’নামের ভয়েস মোড। স্কারলেট দাবি করেছেন, অনুমতি ছাড়াই তার কণ্ঠস্বর ব্যবহার করেছে চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআইয়। তিনি এর বিরুদ্ধে আইনি ব্যবস্থাও নিয়েছেন।
এই অভিনেত্রীর অভিযোগ, ‘স্কাই’ ভয়েস মোডে কণ্ঠ ব্যবহারের জন্য প্রস্তাব দেওয়া হলেও তিনি তা ফিরিয়ে দিয়েছিলেন। কিন্তু ওপেনএআই তার কণ্ঠস্বর নকল করে চ্যাটজিপিটিতে ব্যবহার করছে।
স্কারলেট জোহানসনের অভিযোগ অস্বীকার করে ওপেনএআই জানিয়েছে, ‘আমরা বিশ্বাস করি, ইচ্ছাকৃতভাবে কোনো তারকার স্বতন্ত্র কণ্ঠের অনুকরণ করা উচিত নয়।’ স্কাইয়ে ব্যবহৃত কণ্ঠ স্কারলেট জোহানসনের নয়, অন্য একজন পেশাদার অভিনেত্রীর। আপাতত উন্নয়নের জন্য স্কাই ভয়েস ব্যবহার বন্ধ রেখেছে ওপেনএআই।
২০২৩ সালের সেপ্টেম্বর মাসে ভয়েস মোড প্রকাশ করার পর থেকেই চ্যাটজিপিটিতে স্কাই ভয়েসে বিভিন্ন কণ্ঠ শোনা যায়। ১৩ মে জিপিটি-৪ও মডেলে হালনাগাদ প্রযুক্তির ‘ভয়েস মোড’ সুবিধা যোগ করা হয়। এর ফলে চ্যাটজিপিটি চ্যাটবটকে ‘ভয়েস অ্যাসিস্ট্যান্ট’ হিসেবেও ব্যবহার করা সম্ভব।