চ্যাটজিপিটির নির্মাতার বিরুদ্ধে ধর্ষণ মামলা করলেন বোন

0

কৃত্রিম বুদ্ধিমত্তা গবেষণা সংস্থা ওপেনএআই-এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির চ্যাটবট চ্যাটজিপিটির নির্মাতা স্যাম আল্টম্যানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা করেছেন তার বোন অ্যান অল্টম্যান। শৈশবে তার কাছে যৌন নিপীড়নের শিকার হয়েছিলেন বলে অভিযোগ করেছেন অ্যান।

সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, অ্যান অল্টম্যান মামলার অভিযোগে বলেছেন, ১৯৯৭ থেকে ২০০৬ সালের মাঝে নিয়মিতভাবে তাকে যৌন নির্যাতন করতেন স্যাম অল্টম্যান।

মার্কিন যুক্তরাষ্ট্রের মিসৌরি অঙ্গরাজ্যের ইস্টার্ন ডিস্ট্রিক্টের একটি আদালতে গত ৬ জানুয়ারি মামলাটি দায়ের করেন অ্যান। অভিযোগে অ্যান অল্টম্যান বলেছেন, তার তিন বছর বয়সে যৌন নির্যাতন শুরু হয়। ওই সময় স্যাম অল্টম্যানের বয়স ছিল ১২ বছর।

তবে কৃত্রিম বুদ্ধিমত্তা সফটওয়্যার চ্যাটজিপিটির প্রধান নির্বাহী স্যাম অল্টম্যান এই অভিযোগ অস্বীকার করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে নিজের দুই ভাই ও মায়ের সঙ্গে দেওয়া এক যৌথ বিবৃতিতে বলেছেন, “এসব অভিযোগ একেবারে অসত্য। মানসিক স্বাস্থ্য চ্যালেঞ্জের মুখোমুখি পরিবারের একজন সদস্যের যত্ন নেওয়াটা অবিশ্বাস্য রকমের কঠিন।”

স্যাম অল্টম্যান বলেছেন, তার বোনকে মাসিক আর্থিক সহায়তার পাশাপাশি তার সব ধরনের বিল ও ভাড়াও পরিশোধ করেন তিনি। তাকে একটি বাড়ি কিনে দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন তিনি। কিন্তু তা সত্ত্বেও তিনি আমাদের কাছ থেকে আরও অর্থ দাবি করছেন।

কয়েক বছর ধরে স্যাম অল্টম্যান ধর্ষণ, যৌন নিপীড়ন, শ্লীলতাহানি ও যৌন হয়রানি করেছেন বলে দাবি করেছেন তার বোন অ্যান অল্টম্যান। ভাইয়ের কাছে যৌন নির্যাতনের শিকার হওয়ায় তার শরীরে বড় ধরনের জখম তৈরি, গুরুতর মানসিক যন্ত্রণা এবং বিষণ্নতায় ভুগছেন বলে জানিয়েছেন তিনি।

অ্যান অল্টম্যান বলেছেন, শারীরিক অসুস্থতা ও মানসিক স্বাস্থ্যের চিকিৎসার পেছনে তার অনেক অর্থ ব্যয় হয়েছে। যুক্তরাজ্যে, যৌন অপরাধের শিকার বা অভিযুক্ত ব্যক্তিদের আজীবন পরিচয় গোপন রাখার অধিকার রয়েছে। চ্যাটজিপিটির প্রধান নির্বাহী বলেছেন, ‘‘বছরের পর বছর ধরে আমরা অ্যানকে সহায়তার ও তার স্থিতিশীলতার জন্য বিভিন্ন ধরনের চেষ্টা করেছি।

বিবৃতিতে বলা হয়েছে, ‘‘এই পরিস্থিতি আমাদের পুরো পরিবারের জন্য অপরিসীম যন্ত্রণা তৈরি হয়েছে।’’ এর আগেও, সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে স্যাম অল্টম্যানের বিরুদ্ধে একই ধরনের অভিযোগ তুলেছিলেন অ্যান অল্টম্যান।

২০০৪ সালে অলিভার মুলহেরিনকে বিয়ে করেন বিলিয়নেয়ার স্যাম অল্টম্যান। প্রযুক্তি বিশ্বের অন্যতম এই উদ্যোক্তা ২০২২ সালে কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাটবট চ্যাটজিপিটি উদ্ভাবন করেন। ২০২৪ সালে ওপেন এআইয়ের পরিচালনা বোর্ড থেকে বরখাস্ত হলেও কয়েকদিন পরই আবারও স্বপদে ফেরেন তিনি। সূত্র: দ্য গার্ডিয়ান, সিএনবিসি, বিবিসি, রয়টার্স

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here