চ্যাটজিপিটির গ্রুপ চ্যাট এখন সারা বিশ্বের ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত

0
চ্যাটজিপিটির গ্রুপ চ্যাট এখন সারা বিশ্বের ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত

মাঝেমধ্যেই প্রযুক্তি আমাদের নতুনভাবে চমকে দেয়। এবার সেই চমক দিল ওপেনএআই। প্রতিষ্ঠানটি জানিয়েছে, চ্যাটজিপিটিতে চালু হওয়া গ্রুপ চ্যাট সুবিধা এখন থেকে বিশ্বের সব ব্যবহারকারীই ব্যবহার করতে পারবেন। 

প্রথমে ১৪ নভেম্বর পরীক্ষামূলকভাবে এটি চালু হয়েছিল শুধু জাপান, নিউজিল্যান্ড, দক্ষিণ কোরিয়া ও তাইওয়ানে। সফল পরীক্ষার পর এবার উন্মুক্ত হলো সব দেশে।

ওপেনএআই এক্স–এ এক পোস্টে জানিয়েছে, চ্যাটজিপিটির ফ্রি, গো, প্লাস ও প্রো—সব ধরনের লগড–ইন ব্যবহারকারী এখন গ্রুপ চ্যাট তৈরি করতে পারবেন। গ্যাজেটস ৩৬০–এর প্রতিবেদনে বলা হয়েছে, ব্যবহারকারীরা ইন্টারফেসের ডান দিকের ওপরের আইকনে চাপ দিলেই নতুন গ্রুপ তৈরি করা যাবে। গ্রুপ তৈরি হলে একটি লিংক পাওয়া যাবে, যা পাঠিয়ে অন্যদের আমন্ত্রণ জানানো যাবে।

একবার গ্রুপে যোগ দিলে সবাই একে অন্যের সঙ্গে বার্তা আদান–প্রদান করতে পারবে। চাইলে চ্যাটজিপিটিকে ট্যাগ করে তার সহায়তাও নেওয়া যাবে। এমনকি গ্রুপে চলা কথোপকথনের ধরন বুঝে এআই নিজেও উত্তর দিতে পারে। বার্তায় রিঅ্যাক্ট করা, নির্দিষ্ট মেসেজে রিপ্লাই দেওয়া—এসব সুবিধাও রয়েছে।

গ্রুপ তৈরি হলে তা সাইডবারে আলাদা সেকশনে দেখা যাবে। সেখান থেকে তিন–ডট আইকনে চাপ দিয়ে গ্রুপ মুছেও ফেলা যাবে। চাইলে আগের কোনো ব্যক্তিগত কথোপকথন থেকেও নতুন গ্রুপ খোলা যাবে। এ ক্ষেত্রে আগের চ্যাটের একটি কপি নিয়ে সেটিকেই গ্রুপে রূপান্তর করা হয়, যাতে মূল ব্যক্তিগত চ্যাট আগের মতোই থাকে।

ব্যবহারকারীরা গ্রুপের জন্য আলাদা নির্দেশনা সেট করতে পারবেন, যা শুধুমাত্র ওই গ্রুপেই কার্যকর হবে। গ্রুপের নির্মাতা যেকোনো সদস্য যোগ বা বাদ দিতে পারবেন। আর সদস্যরা চাইলে গ্রুপের নাম বদলাতে বা নোটিফিকেশন বন্ধ করতে পারবেন।

ওপেনএআই জানিয়েছে, এই নতুন সুবিধা সহযোগিতামূলক কাজকে আরও সহজ করবে এবং ব্যবহারকারীরা একসঙ্গে আলোচনা করতে পারবেন—সঙ্গে থাকবে চ্যাটজিপিটির নির্দেশনা ও সহায়তা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here