যুক্তরাষ্ট্রের কানেকটিকাট অঙ্গরাজ্যে মাকে হত্যার পর ছেলের আত্মহত্যার ঘটনায় ওপেনএআই ও মাইক্রোসফটের বিরুদ্ধে মামলা করেছে নিহতের পরিবার।
অভিযোগে বলা হয়েছে, ওপেনএআইয়ের এআই চ্যাটবট চ্যাটজিপিটি নিহত সুজান অ্যাডামসের ছেলের বিভ্রান্তিকর ও প্যারানয়েড বিশ্বাসকে উসকে দিয়েছে এবং ধীরে ধীরে সেই বিশ্বাসকে আরও জোরালো করে তুলেছে।
মামলার অভিযোগ অনুযায়ী, গত ৩ আগস্ট ওল্ড গ্রিনউইচে নিজ বাড়িতে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করা হয় ৮৩ বছর বয়সী সুজান অ্যাডামসকে। হত্যার পর তাঁর ৫৬ বছর বয়সী ছেলে স্টেইন-এরিক সোলবার্গ নিজেও ছুরিকাঘাতে আত্মহত্যা করেন।
সান ফ্রান্সিসকোতে ক্যালিফোর্নিয়া সুপিরিয়র কোর্টে দায়ের করা বেআইনি মৃত্যুর মামলায় পরিবার দাবি করেছে, দীর্ঘদিন চ্যাটজিপিটির সঙ্গে কথোপকথনের ফলে সোলবার্গের বিভ্রান্তিমূলক চিন্তাভাবনাকে সত্য বলে মেনে নিয়েছিল এআই চ্যাটবটটি। এতে তিনি বাস্তবতা থেকে আরও বিচ্ছিন্ন হয়ে পড়েন এবং শেষ পর্যন্ত নিজের মাকেই হুমকি হিসেবে দেখতে শুরু করেন।
মামলায় বলা হয়েছে, চ্যাটজিপিটির সঙ্গে কথোপকথনে সোলবার্গের প্রতিটি প্যারানয়েড বিশ্বাসের পক্ষে এমন এক কল্পিত জগৎ তৈরি করা হয়, যার মধ্যেই তাঁর সব চিন্তাভাবনা আবর্তিত হতে থাকে। এমনকি তিনি তাঁর মায়ের প্রিন্টার ডিভাইসটিকেও নজরদারি যন্ত্র বলে মনে করতে শুরু করেন।
অভিযোগে আরও বলা হয়েছে, এক পর্যায়ে সোলবার্গ যখন চ্যাটজিপিটিকে জানান যে তাঁর মনে হচ্ছে তাঁর মা তাঁকে বিষ খাওয়াতে চেয়েছিলেন, তখন চ্যাটজিপিটি সেই ধারণাকে চ্যালেঞ্জ করার বদলে তার পক্ষে সায় দিয়ে উত্তর দেয়।
মামলার নথিতে উল্লেখ করা হয়, চ্যাটজিপিটি সোলবার্গকে জানিয়েছিল যে তিনি এআই চ্যাটবটকে আরও সচেতন করেছেন এবং জাগিয়ে তুলেছেন। সোলবার্গের সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিও থেকে এসব তথ্য পাওয়া গেছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এটি ওপেনএআইয়ের বিরুদ্ধে দায়ের হওয়া প্রথম মামলা নয়। গত কয়েক মাসে যুক্তরাষ্ট্রে চ্যাটজিপিটির বিরুদ্ধে একাধিক মামলা হয়েছে, যেখানে ব্যবহারকারীদের আত্মহত্যা ও আত্মক্ষতির দিকে ঠেলে দেওয়ার অভিযোগ তোলা হয়েছে।
গত আগস্টে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ১৬ বছর বয়সী অ্যাডাম রেইনের মা-বাবা অভিযোগ করেন, চ্যাটজিপিটি তাঁদের ছেলেকে আত্মহত্যার কৌশল সম্পর্কে পরামর্শ দিয়েছিল। একই ধরনের অভিযোগ উঠে আসে ২৬ বছর বয়সী জোশুয়া এন্নেকিং এবং ১৭ বছর বয়সী অ্যামরি লেসির মৃত্যুর ঘটনায়।
সর্বশেষ মামলায় ওপেনএআইয়ের প্রধান নির্বাহী স্যাম অল্টম্যানকেও অভিযুক্ত করা হয়েছে। অভিযোগে বলা হয়, নিরাপত্তা বিভাগের আপত্তি উপেক্ষা করে তিনি গত বছরের মে মাসে জিপিটি ফোর ও মডেল বাজারে আনতে তাড়াহুড়া করেন। কয়েক মাস ধরে চলার কথা ছিল এমন নিরাপত্তা পরীক্ষা এক সপ্তাহের মধ্যেই শেষ করা হয়।
মামলায় আরও বলা হয়েছে, আগের মডেলগুলোর তুলনায় এই সংস্করণটি বেশি শক্তিশালী এবং মানুষের মতো প্রতিক্রিয়া দেয়। তবে অতিরিক্ত তোষামোদী আচরণের কারণে এটি ব্যাপক সমালোচনার মুখে পড়ে।
ওপেনএআইয়ের সবচেয়ে বড় শেয়ারহোল্ডার মাইক্রোসফটকেও মামলায় আসামি করা হয়েছে। অভিযোগে বলা হয়েছে, নিরাপত্তা প্রটোকল সংক্ষিপ্ত হওয়ার পরও তারা পণ্যটির অনুমোদন দিয়েছে।
গতকাল বৃহস্পতিবার মামলার প্রতিক্রিয়ায় ওপেনএআইয়ের এক মুখপাত্র বলেন, এটি অত্যন্ত হৃদয়বিদারক ঘটনা। তারা মামলার নথিপত্র পর্যালোচনা করে বিষয়টি বোঝার চেষ্টা করছেন। মন্তব্যের অনুরোধ জানানো হলেও মাইক্রোসফটের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
আল-জাজিরা

