চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

0

কিশোরগঞ্জের কুলিয়ারচরে মোটরসাইকেল চোর সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার দিবাগত রাতে উপজেলা সদর বাজারের গাইলকাটা ভূমি অফিস সংলগ্ন এ ঘটনা ঘটে। নিহত রাব্বি মিয়া (২২) জেলার বাজিতপুর উপজেলার দীঘিরপাড় গ্রামের মিরজালি মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলা সদরের গাইলকাটা ভূমি অফিস সংলগ্ন এলাকার সারোয়ার হোসেন নামের এক ব্যক্তির মোটরসাইকেল রাখা ছিল জামে মসজিদ সড়কের পাশে। এ সময় রাব্বি মিয়া মোটরসাইকেলের কাছে আসেন এবং কিছুক্ষণ অবস্থান করেন। এসময় কয়েকজন প্রত্যক্ষদর্শী রাব্বি মিয়াকে চোর সন্দেহে আটক করেন। পরে রাব্বিকে জিজ্ঞাসাবাদ ও মারধর করা হয়। একপর্যায়ে রাব্বি অচেতন হয়ে মাটিতে পড়ে যায়। পরে রাব্বিকে তারা কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। হাসপাতালে নেওয়ার আগেই রাব্বির মৃত্যু হয়েছে বলে কর্তব্যরত চিকিৎসক জানান।

কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ গোলাম মুস্তফা জানান, শারীরিক নির্যাতনের কারণে রাব্বির মৃত্যু হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। 

এ ব্যাপারে এখনও কোনো মামলা হয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এদিকে পুলিশের সুরতহাল প্রতিবেদনে রাব্বির মাথা ও সারা শরীরে নির্যাতনের চিহ্ন পাওয়া গেছে বলে জানা গেছে। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here