চোরাইপথে আমিরাতে প্রতি বছর ঢুকছে কয়েকশ’ টন স্বর্ণ

0

গত দশকে আফ্রিকা থেকে সংযুক্ত আরব আমিরাতে স্বর্ণ চোরাচালানের পরিমাণ বহুগুণে বেড়েছে। প্রতি বছর দেশটিতে চোরাইপথে ঢুকছে বিলিয়ন বিলিয়ন ডলার মূল্যের শত শত টন স্বর্ণ।

বৃহস্পতিবার প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য জানা গেছে। সুইজারল্যান্ডভিত্তিক উন্নয়ন সহায়তা ও অ্যাডভোকেসি সংস্থা সুইসএইডের তৈরি করা প্রতিবেদনটিতে বলা হয়েছে, ২০২২ সালে আমিরাতে চোরাইপথে প্রবেশ করেছে মোট ৪৩৫ টন স্বর্ণ। যার মধ্যে ৪০৫ টন এসেছে আফ্রিকার বিভিন্ন দেশ থেকে। বর্তমান বাজারে এই পরিমাণ স্বর্ণের মূল্য ৩০ বিলিয়ন ডলার।  

প্রতিবেদনে সুইসএইড দাবি করেছে, আমিরাতে চোরাই পথে ঢোকা এ স্বর্ণ বৈধভাবে খনি থেকে উত্তোলন করা হয়নি। আইন এবং সরকারি বিধিনিষেধকে ফাঁকি দিয়ে অবৈধভাবে আহরণ করা হয়েছে। 

২০০৯ সাল থেকে আন্তর্জাতিক বাজারে বাড়ছে স্বর্ণের দাম।

সুইসএইডের তথ্য অনুসারে, ২০২২ সালে বিশ্বের বিভিন্ন খনি থেকে বৈধভাবে তোলা হয়েছে প্রায় ৫০০ টন স্বর্ণ এবং অবৈধভাবে উত্তোলিত হয়েছে অন্তত ৪৪৩ থেকে ৫৯৬ টন স্বর্ণ।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here