চোট সারাতে নিজের ‘মূত্র” পান করেছিলেন অভিনেতা পরেশ রাওয়াল

0

সকালে উঠে নিজের মূত্র পান করা শরীরের জন্য উপকারী—এমন দাবি করেছিলেন ভারতের সাবেক প্রধানমন্ত্রী মোরারজি দেশাই। সত্তরের দশকের শেষ ভাগে, প্রধানমন্ত্রী থাকাকালীন তিনি আন্তর্জাতিক সংবাদমাধ্যমের কাছে জানান, প্রতিদিন ৫-৮ আউন্স মূত্র পান করেন। তার এই অভ্যাস নিয়ে সে সময় সারা বিশ্বে ব্যাপক আলোচনা ও সমালোচনা হয়।

১৯৭৭ থেকে ১৯৭৯ সাল পর্যন্ত জনতা পার্টির সরকারে প্রধানমন্ত্রী ছিলেন মোরারজি দেশাই। এবার সেই স্ব-মূত্র পানের প্রসঙ্গ আবার নতুন করে আলোচনায় এসেছে, ভারতীয় জনতা পার্টির প্রাক্তন সাংসদ ও খ্যাতিমান অভিনেতা পরেশ রাওয়ালের এক বক্তব্যের সূত্র ধরে।

দি ইকোনমিক টাইমস-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, হাঁটুর চোট সারাতে পরেশ রাওয়াল টানা ১৫ দিন সকালে খালি পেটে নিজের প্রস্রাব পান করেছিলেন। এই পরামর্শ তাকে দিয়েছিলেন অভিনেতা অজয় দেবগনের বাবা, প্রবীণ স্টান্ট ডিরেক্টর বীরু দেবগন। পরেশ রাওয়াল তার পরামর্শ অনুসরণ করেন।

পরেশ বলেন, “বীরুজি এসে বলেছিলেন, সমস্ত ফাইটাররাই নাকি এমন করেন। এতে নাকি ব্যথা থাকে না। তিনি আরও বলেন, মদ, তামাক এবং খাসির মাংস খাওয়া বন্ধ করতে হবে এবং পরিবর্তে নিজের সকালের প্রথম প্রস্রাব পান করতে হবে।”

এই ঘটনাকে জীবনের অন্যতম স্মরণীয় বলে অভিহিত করেছেন পরেশ। তিনি বলেন, “প্রতিদিন সকালে বিয়ার পান করার মতো করে প্রস্রাব খেতাম। একেবারে নিয়ম করে খেতাম। ১৫ দিন পর এক্স-রে রিপোর্ট দেখে চিকিৎসকরা অবাক হয়ে যান।”

পরেশের দাবি, টানা মূত্র পান করার ফলে যে ক্ষত সাধারণত আড়াই মাসে শুকায়, তা মাত্র এক মাসেই সেরে ওঠে। ‘ঘাতক’ ছবির শুটিং চলাকালে হাঁটুতে গুরুতর চোট পেয়েছিলেন তিনি। আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে তিনি ভেবেছিলেন তার ক্যারিয়ার শেষ। তখনই বীরু দেবগন অভিনব এই পদ্ধতির পরামর্শ দেন, যা অবশেষে পরেশের দ্রুত আরোগ্যের পথ খুলে দেয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here