চোট নিয়ে যা বললেন শামি

0

সদ্য সমাপ্ত দক্ষিণ আফ্রিকা সফরে চোটের কারণে খেলতে পারেননি মোহাম্মদ শামি। একই কারণে ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজেও তাকে পাওয়া নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। 

তবে শামি জানালেন, তার চোটের দ্রুত উন্নতি হচ্ছে। ইংল্যান্ড সিরিজের শুরু থেকেই তিনি খেলতে পারবেন। 

এদিকে সদ্য সমাপ্ত দক্ষিণ আফ্রিকা সফরে খেলতে পারেননি শামি। এ সিরিজ নিয়ে তিনি বলেন, ‘দ্বিতীয় টেস্টে আমরা ভালো করেছি। সবাই ভালো করেছে, আমাদের বোলিং আক্রমণ তো দুর্দান্ত করেছে। দুর্ভাগ্যবশত আমি মিস করেছি, যত দ্রুত সম্ভব প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে চাই। আত্মবিশ্বাসের সঙ্গে বলছি, আমাদের পেস আক্রমণ দুনিয়ার অন্যতম সেরা। বিশ্বকাপের সময়ও সেটা দেখেছেন। দক্ষিণ আফ্রিকায় যশপ্রীত বুমরাহ ও মোহাম্মদ সিরাজ দুর্দান্ত বোলিং করেছে। বলতে পারি আমাদের পেস আক্রমণ যেকোনো দলকে চ্যালেঞ্জ জানানোর জন্য যথেষ্ট।’

জানুয়ারি, ফেব্রুয়ারি ও মার্চ মিলিয়ে ভারতের মাটিতে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ইংল্যান্ড। ২৫ জানুয়ারি হায়দরাবাদে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here