চোট নিয়েই শুটিংয়ে ফিরলেন শ্রদ্ধা

0
চোট নিয়েই শুটিংয়ে ফিরলেন শ্রদ্ধা

সম্প্রতি একটি সিনেমার নাচের দৃশ্যে অভিনয় করতে গিয়ে গুরুতর চোট পান বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। চিকিৎসক তাকে বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছিলেন। তবে এসবের তোয়াক্কা না করে চোট নিয়েই শুটিং সেটে ফিরলেন অভিনেত্রী। 

জানা যায়, গানে ভারী গয়না ও পোশাকে সেজেছিলেন শ্রদ্ধা। দ্রুত লয়ের নাচের সময় হঠাৎই তিনি নিয়ন্ত্রণ হারান। শরীরের পুরো ভার বাঁ পায়ের ওপর পড়লে সঙ্গে সঙ্গে মেঝেতে লুটিয়ে পড়েন অভিনেত্রী। আঘাতের ফলে পা নাড়ানোর ক্ষমতা হারিয়ে ফেলেন তিনি। প্রথমে পা ভেঙে যাওয়ার গুঞ্জন ছড়ালেও পরে জানা যায় তিনি পেশিতে গুরুতর চোট পেয়েছেন।

দুর্ঘটনা পরপরই প্রযোজনা সংস্থা ও পরিচালক শ্রদ্ধার শারীরিক অবস্থার কথা বিবেচনা করে শুটিং বাতিল করে দেন। কিন্তু শ্রদ্ধা নিজেই শুটিং চালিয়ে যেতে অনুরোধ জানান। 

প্রযোজনা সংস্থার পক্ষ থেকে সংবাদমাধ্যমকে জানানো হয়েছে, অভিনেত্রী এই লোকসানের সময়ে চুপচাপ বসে থাকতে চাইছেন না। তার অনুরোধ, নাচের দৃশ্য বা দাঁড়িয়ে শুটিং করতে না পারলেও, ক্লোজআপ বা ঘনিষ্ঠ দৃশ্যের শুটিংগুলো চালিয়ে যেতে।

প্রসঙ্গত, মারাঠি লোকশিল্পী বিঠাবাঈ ভাঊ মঙ্গ নারায়ণগাঁওকরের জীবনীর ওপর ভিত্তি করে তৈরি হচ্ছে ‌‘ঈথা’ ছবিটি। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন শ্রদ্ধা। ছবিটি পরিচালনা করছেন লক্ষ্মণ উটেকর।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here