চোট না সারায় হাঁটুতে অস্ত্রোপচার লাগবে লিচের

0

কমছে না হাঁটুর ফোলা। বেশ অস্বস্তিতে আছেন জ্যাক লিচ। চোট থেকে পুরোপুরি সেরে উঠতে অস্ত্রোপচার করাতে হবে ইংলিশ বাঁহাতি স্পিনারকে। ভারত সফরে চলতি টেস্ট সিরিজের প্রথম ম্যাচের প্রথম দিনই ফিল্ডিংয়ের সময় হাঁটুতে চোট পান লিচ। পরদিন সেই চোট আরও মারাত্মক হয়ে ওঠে। আঘাতের জায়গা ফুলে ওঠে অনেকটাই। মাঠের বাইরে তাকে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে দেখা যায়।

চোট নিয়েই হায়দরাবাদ টেস্টের পুরোটা খেলেন লিচ। প্রথম ইনিংসে ছোট ছোট স্পেলে ২৬ ওভার বোলিং করেন তিনি। এমনকি দ্বিতীয় ইনিংসেও ব্যথা সয়ে ১০ ওভার বোলিং করেন। দুই ইনিংসে উইকেট নেন একটি করে। ওই ম্যাচের পর আর অনুশীলনে ফিরতে পারেননি লিচ। ছিটকে যান মাঠের বাইরে। এরপর তাকে পাঠিয়ে দেওয়া হয় দেশে। আগামী মঙ্গলবার অস্ত্রোপচার করানো হবে তার।

তিনি জানান, খুবই দুর্ভাগ্যজনক। প্রথম ইনিংসের দ্বিতীয় বলেই ফিল্ডিংয়ের সময় চোট পাই এবং পুরো ম্যাচ হাঁটুর সমস্যা নিয়েই খেলতে হয় আমাকে। আমার অস্ত্রোপচার করানোটা দরকার এবং আশা করি, (এরপর) ক্রিকেটে ফিরতে পারব। (দ্রুত সময়ে) ক্রিকেটে ফিরতে পারলে এবং আবার ছন্দ ফিরে পেলে দারুণ হবে। আর হাঁটুর সমস্যা কাটিয়ে ওঠার পর সেটা সম্ভব বলেই আশা করি।

লিচের খেলা ম্যাচটি জিতে ভারত সফর শুরু করে ইংল্যান্ড। পরে টানা দুই ম্যাচ হেরে পাঁচ টেস্টের সিরিজে এখন তারা পিছিয়ে ২-১ ব্যবধানে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here