সাত মাসের চোট কাটিয়ে জাতীয় দলে ফিরেই ম্যাচসেরা সাদাব খান। ডাম্বুলায় টি–টোয়েন্টি বিশ্বকাপের আগে ওয়ার্ম–আপ সিরিজের প্রথম ম্যাচে তাঁর অলরাউন্ড পারফরম্যান্সে শ্রীলঙ্কার বিপক্ষে ৬ উইকেটে জয় পেয়েছে পাকিস্তান।
বল হাতে চার ওভারে ২৫ রান দিয়ে দুটি উইকেট নেন সাদাব। পরে ব্যাট হাতে ১২ বলে অপরাজিত ১৮ রান করে দলের জয় নিশ্চিত করেন। দারুণ এই পারফরম্যান্সের জন্য ম্যাচ শেষে সেরার পুরস্কারও ওঠে তার হাতেই।
গত বছরের জুনে বাংলাদেশের বিপক্ষে সিরিজের পর কাঁধে অস্ত্রোপচার করাতে হয় সাদাবকে। দীর্ঘ পুনর্বাসন শেষে বিগ ব্যাশ দিয়ে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরলেও, ডাম্বুলার ম্যাচটি ছিল তার জাতীয় দলের জার্সিতে প্রথম ম্যাচ।
ফেরা নিয়ে ম্যাচ শেষে সম্প্রচার চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে সাদাব বলেন, “আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে আসা কঠিন, কারণ এখানে আপনাকে আবার শূন্য থেকে শুরু করতে হয়। বোলিং ও ব্যাটিং ভালোই হচ্ছে—আমি সহজ বিষয়গুলোর দিকেই মনোযোগ দিচ্ছি। উইকেট সহায়ক ছিল, তবে ক্রিকেটে সব সময় পরিস্থিতি বুঝে নিতে হয়। এখানে ভালো লেংথের চেয়ে একটু ফুল লেংথে বল করাই বেশি কার্যকর ছিল।”
সামনে টি–টোয়েন্টি বিশ্বকাপ—এ বিষয়েও কথা বলেন পাকিস্তানের এই অলরাউন্ডার।
তিনি বলেন, “একজন খেলোয়াড় হিসেবে সর্বোচ্চ পর্যায়ে খেলা সব সময়ই স্বপ্ন। আমার জন্য বিষয়টা এক ধাপ এক ধাপ করে এগোনো। দল দারুণ খেলেছে—মির্জা ও ওয়াসিম তাদের সিম বোলিং দিয়ে স্পিনারদের জন্য দারুণ ভিত তৈরি করে দিয়েছে।”

