চোটে পেসার ফার্গুসনের আইপিএল শেষ হওয়ার শঙ্কা

0

গুরুতর চোট পেয়েছেন লকি ফার্গুসন। আইপিএলের বাকি অংশে পাঞ্জাব কিংসের এই পেসারের খেলা নিয়ে জেগেছে অনিশ্চয়তা। দলটির বোলিং কোচ জেমস হোপস তো নিউজিল্যান্ডের এই বোলারকে পাওয়ার আশাই ছেড়ে দিয়েছেন।

গত শনিবার সানরাইজার্স হায়দরাবারের বিপক্ষে বোলিংয়ের সময় চোট পান ফার্গুসন। কেবল দুই বল করে সেদিন মাঠ ছেড়ে যান তিনি। ফার্গুসনের চোট নিয়ে এখনও বিস্তারিত কিছু জানানো হয়নি। তবে মাঠ ছাড়ার সময় ৩৩ বছর বয়সী এই ক্রিকেটারকে বাঁ পায়ের ঊরুতে ধরে রাখতে দেখা যায়।

চলতি আইপিএলে এখন পর্যন্ত চার ম্যাচ খেলে পাঁচ উইকেট নিয়েছেন ফার্গুসন। তাকে লম্বা সময়ের জন্য না পাওয়ার শঙ্কা কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ম্যাচের আগের দিন জানান হোপস। তিনি বলেন, “ফার্গুসন অনির্দিষ্টকালের জন্য মাঠের বাইরে ছিটকে গেছে। টুর্নামেন্টের শেষ দিকে তাকে ফিরে পাওয়ার সম্ভাবনা খুবই কম। আমার মনে হয়, সে গুরুতর চোট পেয়েছে।”

ফার্গুসনকে হারানো পাঞ্জাবের জন্য বড় ধাক্কা। তার জায়গায় অস্ট্রেলিয়ান পেসার জাভিয়ের বার্টলেটকে খেলাতে পারে পাঞ্জাব। এছাড়া তাদের দলে রয়েছে আফগানিস্তানের পেস বোলিং অলরাউন্ডার আজমাতউল্লাহ ওমারজাই।

সাম্প্রতিক সময়ে চোট বেশ ভোগাচ্ছে ফার্গুসনকে। আইএলটি-টোয়েন্টিতে খেলার সময় হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে পারেননি তিনি। এর আগে ২০২৪ সালে পেশির চোটে পড়েন অভিজ্ঞ বোলার। আইপিএলের পয়েন্ট টেবিলে ষষ্ঠ স্থানে আছে পাঞ্জাব। পাঁচ ম্যাচ খেলে তাদের জয় তিনটিতে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here