চলতি বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দুর্দান্ত পারফরম্যান্সে শীর্ষে থাকা চট্টগ্রাম রয়্যালসের জন্য বড় দুঃসংবাদ এসেছে। দলের ইংলিশ ওপেনার অ্যাডাম রসিংটন চোটের কারণে এবারের বিপিএলের বাকি অংশে আর খেলতে পারবেন না। ফলে টুর্নামেন্টের মাঝপথেই ছিটকে গেলেন তিনি।
গতকাল সিলেটে রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে ম্যাচে ব্যাটিং করার সময় আঙুলে চোট পান রসিংটন। বিনুরা ফার্নান্দোর লাফিয়ে ওঠা একটি বল সরাসরি তাঁর আঙুলে আঘাত করে। ব্যথায় কাতর হয়ে পড়লেও মাঠে প্রাথমিক চিকিৎসা নিয়ে আবার ব্যাটিং চালিয়ে যান এই ডানহাতি ব্যাটার। তবে বেশিক্ষণ উইকেটে থাকতে পারেননি। জানা গেছে, আগের চোটের জায়গাতেই পুনরায় আঘাত পেয়েছেন তিনি।
চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী রসিংটনকে অন্তত দুই সপ্তাহ বিশ্রামে থাকতে হবে। ফলে এবারের বিপিএলে আর খেলার সুযোগ নেই তাঁর। বিষয়টি এক ভিডিওবার্তায় নিশ্চিত করেছেন চট্টগ্রাম রয়্যালসের টিম ম্যানেজার নাফিস ইকবাল খান। তিনি জানান, আঙুলের স্ক্যান রিপোর্ট দেখে চিকিৎসকরা বিশ্রামের পরামর্শ দিয়েছেন এবং এ কারণেই নিজ দেশে ফিরে যাচ্ছেন রসিংটন। তাঁর পরিবর্তে বিকল্প ব্যাটারের খোঁজ শুরু করেছে চট্টগ্রাম কর্তৃপক্ষ।
চলতি বিপিএলে এখন পর্যন্ত সর্বোচ্চ রানসংগ্রাহক ছিলেন অ্যাডাম রসিংটন। প্রথমবার বিপিএল খেলতে এসে ৬৫.৫০ গড় ও ১৩৯.৪৫ স্ট্রাইক রেটে ২৫৮ রান করেন তিনি। মোহাম্মদ নাঈম শেখের সঙ্গে তাঁর উদ্বোধনী জুটি ছিল দলের সাফল্যের বড় ভরসা। ব্যাটিংয়ের পাশাপাশি উইকেটের পেছনেও ছিলেন দারুণ কার্যকর। এক ম্যাচে চারটি স্টাম্পিং করে রেকর্ডও গড়েছেন ৩২ বছর বয়সী এই ক্রিকেটার।
বিপিএল শুরুর আগে মালিকানা জটিলতা থাকলেও টুর্নামেন্ট শুরুর পর অসাধারণ পারফরম্যান্সে সবাইকে চমকে দিয়েছে চট্টগ্রাম রয়্যালস। এখন পর্যন্ত সাত ম্যাচে পাঁচটি জয় নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে দলটি। এমন গুরুত্বপূর্ণ সময়ে দলের সেরা তারকাকে হারানো চট্টগ্রামের জন্য বড় ধাক্কা হিসেবেই দেখা হচ্ছে। চট্টগ্রামের পরবর্তী ম্যাচ আগামী বৃহস্পতিবার মিরপুরে নোয়াখালীর বিপক্ষে।

