আফগানিস্তানের বিপক্ষে দুর্দান্ত সেঞ্চুরি করা নাজমুল হোসেন শান্ত এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন। হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে এশিয়া কাপের বাকি ম্যাচগুলো খেলা হচ্ছে না তার। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
জাতীয় দলের ফিজিও বায়েজীদুল ইসলাম খান বলেন, ‘শান্ত তার হ্যামস্ট্রিংয়ের চোটের কথা আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ের সময় জানিয়েছিল। পরে ফিল্ডিংও করতে পারেনি। আমরা এমআরআই করিয়ে একটা মাসল টিয়ার পেয়েছি। যার পরিপ্রেক্ষিতে এশিয়া কাপে তার খেলা হচ্ছে না। দেশে ফিরে পুনর্বাসন ও বিশ্বকাপ প্রস্ততি শুরু করবেন তিনি।’
এমন একজন ব্যাটারকে হঠাৎ করেই হারিয়ে ফেলা অনেক বড় ক্ষতি হয়ে গেলো বাংলাদেশের। বিশেষ করে এশিয়া কাপের সুপার ফোর যখন সামনে।