চোটে আর্জেন্টিনা ম্যাচ থেকে ছিটকে গেলেন নেইমার

0

পেশীতে চোট পাওয়ায় ব্রাজিলের বিশ্বকাপ বাছাইপর্বের দল থেকে ছিটকে গেছেন নেইমার। অর্থাৎ কলম্বিয়া ও চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা ম্যাচে তাকে পাচ্ছে না সেলেসাওরা। তার পরিবর্তে রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড এন্ড্রিককে দলে ডাকা হয়েছে।

২০২৩ সালে হাঁটুর চোটে পড়ার পর ব্রাজিলের হয়ে আর মাঠে নামা হয়নি নেইমারের। চোট কাটিয়ে দীর্ঘ ১৭ মাস পর জাতীয় দলে ফেরার কথা ছিল তার। তবে বাধ সাধল চিরচেনা চোট। 

কিন্তু ৩৩ বছর বয়সী এই খেলোয়াড়ের এখন আরও একটি ধাক্কা লেগেছে, যার ফলে তিনি কলম্বিয়া এবং আর্জেন্টিনার বিপক্ষে বাছাইপর্ব থেকে ছিটকে পড়েছেন।

গত জানুয়ারিতে সৌদি প্রো লিগ থেকে শৈশবের ক্লাব সান্তোসে ফিরে আসার পর এখন পর্যন্ত তিনটি করে গোল ও অ্যাসিস্ট করেছেন নেইমার। 

এই মৌসুমে রিয়াল মাদ্রিদের হয়ে সকল প্রতিযোগিতা মিলিয়ে ২৮টি ম্যাচে মাঠে নেমেছেন নেইমারের বদলি হিসেবে ডাক পাওয়া এন্ড্রিক। যার মধ্যে ছয়টি গোল করেছেন তিনি। এখন পর্যন্ত ব্রাজিলের হয়ে ১৩টি ম্যাচে গোল করেছেন তিনটি। 

এদিকে, এডারসনের পরিবর্তে লিওঁর গোলরক্ষক লুকাস পেরিকে দলে ডেকেছেন ব্রাজিলের প্রধান কোচ ডোরিভাল জুনিয়র। এছাড়া, দানিলোর পরিবর্তে ফ্ল্যামেঙ্গোর ডিফেন্ডার অ্যালেক্স সান্দ্রোকে রাখা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here