টানা চোটের দুর্ভাগ্য যেন পিছু ছাড়ছে না এদার মিলিতাওয়ের। বাঁ পায়ের বাইসেপস ফেমোরিস পেশিতে নতুন করে ছিঁড় ধরা পড়ায় রিয়াল মাদ্রিদ ডিফেন্ডারকে এবার কমপক্ষে ৪-৫ মাস মাঠের বাইরে থাকতে হবে। আজ বিবৃতিতে এমনটাই জানিয়েছে স্প্যানিশ জায়ান্টরা।
এর ফলে সামনে থাকা মৌসুমের বড় অংশ মিস করার পাশাপাশি মিলিতাও শঙ্কায় পড়ে গেছেন ২০২৬ বিশ্বকাপ নিয়েও।
২৩৪ দিন মাঠের বাইরে থাকার পর ২০২৪-২৫ মৌসুমে মাত্রই মাঠে ফিরেছিলেন মিলিতাও। এর আগে ২০২৩-২৪ মৌসুমেও ২১৪ দিনের মতো সময় কাটাতে হয়েছিল পুনর্বাসনে।
এই সময়ে ক্লাব ও জাতীয় দল মিলিয়ে তিনি মিস করেছেন ৫৫টি ম্যাচ।
চোট এতটাই গভীরভাবে আঘাত করেছে তাকে যে আগেও ফুটবল ছাড়ার কথা ভেবেছিলেন ব্রাজিলিয়ান এই তারকা।
গত রবিবার রিয়াল মাদ্রিদ ২–০ গোলে হারে সেলটা ভিগোর কাছে। ম্যাচটিতে মাত্র ২৪ মিনিট খেলেই মাঠ ছাড়তে বাধ্য হন মিলিতাও। কাঁধে ভর দিয়ে মাঠ ছাড়ার সেই দৃশ্য আশঙ্কা বাড়িয়ে দিয়েছিল আগেই।
২০২৪–২৫ মৌসুম রিয়ালের জন্য ছিল দুঃস্বপ্নের মতো, ট্রফি ছাড়াই শেষ করেছে মৌসুম। নতুন বছরটা ভালোভাবে শুরু করলেও মিলিতাওয়ের চোট চিন্তা বাড়িয়েছে জাবি আলোনসোর দলের জন্য।
তবে ডিন হুইসেন, ট্রেন্ট আলেক্সান্ডার-আর্নল্ড, কেরেরাস ও রাউল অ্যাসেনসিওর মতো ডিফেন্ডার থাকায় রিয়াল কিছুটা হলেও নিশ্চিন্ত।
চোটের সময়সীমা যদিও পাঁচ মাস বলা হচ্ছে, কিন্তু পূর্ণ ফিটনেস ফিরে পেতে আরও বেশি সময় লাগতে পারে। সামনে ২০২৬ বিশ্বকাপ। আর সেখানেই বড় শঙ্কা মিলিতাওকে নিয়ে।
ব্রাজিল কোচ কার্লো আনচেলোত্তি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ৯০ শতাংশ ফিট খেলোয়াড়ও আমার বিশ্বকাপ দলে থাকবে না।’ এতে মিলিতাওকে ছাড়াই বিশ্বকাপে যেতে পারে ব্রাজিল।

