চোটের কারণে আইএলটি২০ মৌসুমে ডেজার্ট ভাইপারসের হয়ে বাকি খেলায় অংশ নিতে পারবেন না হেটমায়ার। আবু ধাবি নাইট রাইডার্সের বিরুদ্ধে খেলায় এই চোট পান তিনি।
তাকে বদলে ডেজার্ট ভাইপারস দলে নেওয়া হয়েছে সাবেক ইংল্যান্ড ব্যাটসম্যান জেসন রয়কে।
এই মৌসুমে ভাইপারস সাতটি ম্যাচে খেললেও হেটমায়ারের ব্যাটিং তেমন সফল হয়নি। ছয় ইনিংসে তিনি মাত্র ১১১ রান করেছেন, গড় ১৮.৫০, তবে স্ট্রাইক রেট ১৬০.৮৬। তার সর্বোচ্চ ইনিংস ছিল ৪৮ রান।
জেসন রয় সম্প্রতি নেপাল প্রিমিয়ার লিগের পোখারা অ্যাভেঞ্জার্স দলের তিনটি ম্যাচে খেলেছেন, যেখানে ৬৮ রান করেছেন গড় ৩৪। এছাড়াও, আবু ধাবি টেন টুর্নামেন্টে রয়াল চ্যাম্পস দলের ক্যাপ্টেন ছিলেন। রয়ের আইএলটি২০ পূর্ব অভিজ্ঞতাও রয়েছে। ২০২৪ সালে তিনি দুই ম্যাচ খেলে ২৯.৮০ গড়ে ২৯৮ রান করেছিলেন, আর পরের মৌসুমে শারজাহ ওয়ারিয়র্স দলের হয়ে ১২ ম্যাচে খেলেছেন।
ডেজার্ট ভাইপারসের পরিচালক টম মুডি বলেন, ‘হেটমায়ারের মতো একজন অভিজ্ঞ ও দক্ষ খেলোয়াড় হারানো আমাদের জন্য হতাশার, কিন্তু জেসনের যোগদানে সেই ধাক্কা অনেকটাই কমে গেছে। রয় আইএলটি২০-এর ফরম্যাট এবং ব্যাটিংয়ের বিভিন্ন দিক ভালোভাবে জানেন। তিনি আমাদের দলে যথেষ্ট বিকল্প তৈরি করতে সক্ষম।’
বর্তমানে ভাইপারস পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে, সাত ম্যাচে ছয় জয়।

