চোটগ্রস্ত হাঁটু নিয়েই নেইমারের হ্যাটট্রিক

0
চোটগ্রস্ত হাঁটু নিয়েই নেইমারের হ্যাটট্রিক

অবনমনের শঙ্কায় নেইমারের ক্লাব সান্তোস। এ পরিস্থিতিতে কী চুপ করে বসে থাকতে পারেন নেইমার! ক্লাবকে বাঁচাতে চোটগ্রস্ত হাঁটু নিয়েই দিব্যি খেলে যাচ্ছেন তিনি। চোটগ্রস্ত নেইমারও যে কতটা ভয়ঙ্কর হতে পারেন তার প্রমাণ পেল বিশ্ব। নেইমারের সেই ক্ষুরধার আগুনে পুড়ল জুভেন্তুদ। 

ব্রাজিলিয়ান সিরি আ’তে হ্যাটট্রিকের দেখা পেলেন নেইমার। দীর্ঘ ৩ বছর পর হ্যাটট্রিকের দেখা পেলেন ব্রাজিলিয়ান পোস্টার বয়।

বৃহস্পতিবার আলফ্রেদো জাকোনি স্টেডিয়ামে নেইমারের হ্যাটট্রিকে ভর করে জুভেন্তুদকে ৩-০ গোলে হারিয়েছে সান্তোস। মাত্র ১৭ মিনিটের ব্যবধানে গোল হ্যাটট্রিক তুলে নিয়েছেন নেইমার। এই জয়ে অবনমন অঞ্চল থেকে বের হয়ে এসেছে সান্তোস। 

৩৭ ম্যাচ শেষে ১১ জয় ও ১১ ড্রয়ে ৪৪ পয়েন্ট নিয়ে ১৪ নম্বরে আছে সান্তোস। শেষ ম্যাচে হার এড়াতে পারলেই ব্রাজিলের শীর্ষ লিগে টিকে থাকবে পেইজিরা।

গত সপ্তাহে ক্লাবের সূত্র ইএসপিএন ব্রাজিলকে জানিয়েছিল যে, ৩৩ বছর বয়সী নেইমারের মৌসুমের শেষে বাম হাঁটুর মেনিসকাস চোট সারাতে আর্থ্রোস্কোপিক সার্জারির প্রয়োজন হতে পারে। কিন্তু ক্লাবের মেডিকেল টিমের সতর্কতা উপেক্ষা করে ব্যথা উপশমের চিকিৎসা নিয়ে সান্তোসের শেষ দুই ম্যাচে মাঠে নেমেছেন নেইমার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here