চৈত্র সংক্রান্তিতে ঘুড়ি উৎসব, নেই আগের মতো জৌলুস

0

বাংলা বছরের শেষ দিন আজ। চৈত্র মাসের এই শেষ দিনকে বলা হয় চৈত্র সংক্রান্তি। আবহমান বাংলার চিরায়িত বিভিন্ন ঐতিহ্যকে ধারণ করে আসছে এই দিনটি। বছরের শেষদিন হিসেবে পুরাতনকে বিদায় ও নতুন বর্ষকে বরণ করার জন্য প্রতিবছর চৈত্র সংক্রান্তিকে ঘিরে থাকে বিভিন্ন অনুষ্ঠান-উৎসবের আয়োজন।

এসব উৎসব-আয়োজনের মধ্যে ঘুড়ি উৎসবও একটি। চৈত্র সংক্রান্তি উপলক্ষে বিভিন্ন আকৃতি ও রঙের ঘুড়িতে ছেয়ে যায় আকাশ। সৃষ্টি হয় মনোরম দৃশ্যের। হাতে নাটাই নিয়ে ঘুড়ি ওড়াতে ব্যস্ত থাকে ছেলে-বুড়োসহ নানা বয়সী মানুষ। উৎসবে চিল, বাটারফ্লাই, সাপ, ঈগল, মাছ প্রভৃতি ধরনের ঘুড়ি আকাশে উড়তে দেখা যায়।

তবে তথ্য-প্রযুক্তির এই যুগে হারিয়ে যেতে বসেছে ঐতিহ্যবাহী এই উৎসব। মোবাইল-কম্পিউটারসহ আধুনিক সব ডিভাইসের ভিড়ে আগের মতো ঘুড়ি উৎসব আর চোখে পড়ে না। তবে পুরান ঢাকাসহ দেশের বেশ কয়েকটি জেলায় ঐতিহ্যবাহী এই ঘুড়ি উৎসব এখনো কিছুটা বিদ্যমান।

পুরান ঢাকার বাসিন্দা আরিফুর রহমান বলেন, চৈত্র সংক্রান্তিতে ঘুড়ি উৎসব একটি ঐতিহ্যবাহী উৎসব। তবে পুরান ঢাকায় সাকরাইন উৎসবে ঘুড়ি উৎসব পালন করা হয়ে থাকে। এজন্য চৈত্র সংক্রান্তিতে ঘুড়ি উৎসবের আয়োজন অনেকটাই কমে গেছে।

ঢাকার শাঁখারী বাজারের ঘুড়ি ব্যবসায়ী বেলাল মিয়া বলেন, আগের মতো চৈত্র সংক্রান্তিতে ঘুড়ি উৎসবের জৌলুস আর নেই। মোবাইল-কম্পিউটারসহ আধুনিক সব ডিভাইসের ভিড়ে ঘুড়ির বেচা-বিক্রিও আর আগের মতো হয় না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here