বেলজিয়ামের স্ট্রাইকার রোমেলু লুকাকু ধারে খেলতে যাচ্ছেন সিরি-আ’র দল রোমাতে। চেলসি থেকে এই মৌসুমেই তারকা এই স্ট্রাইকারকে ধার করেছে রোমা। রোমা যদিও এ ব্যপারে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি। কিন্তু সিরি-আ ক্লাব চুক্তির বিষয়টি নিশ্চিত করেছে।
রোমের কিম্পনিয়ানো বিমানবন্দরে পৌঁছানোর পর লুকাকুকে স্বাগত জানায় হাজারো উচ্ছসিত সমর্থক। লুকাকুর আগমনে নতুন মৌসুমে রোমা নিজেদের এগিয়ে নিয়ে যেতে পারবে বলে সকলেই আশাবাদী।
এ পর্যন্ত সিরি-এ মৌসুমে প্রথম দুই ম্যাচ থেকে রোমা মাত্র এক পয়েন্ট সংগ্রহ করেছে।