চ্যাম্পিয়ন্স লিগের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বার্সেলোনা শিবিরে দুঃসংবাদ। চেলসির বিপক্ষে লড়াইয়ে নামার আগে নিশ্চিত হয়েছে দলের অন্যতম নির্ভরযোগ্য মিডফিল্ডার পেদ্রি থাকছেন না স্কোয়াডে।
সোমবার সিআউতাত এসপোর্তিভা জোয়ান গাম্পারে দলের শেষ অনুশীলনে অংশ নিলেও পেদ্রি আবারও আলাদা সেশনে সীমাবদ্ধ ছিলেন। ফলে চেলের বিপক্ষে মাঠে নামা হচ্ছে না তার। অক্টোবরের শেষ দিকে সান্তিয়াগো বার্নাব্যুর ক্লাসিকোয় হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়ার পর থেকেই মাঠের বাইরে আছেন কানারি তারকা।
পুনর্বাসনের শেষ ধাপে থাকলেও কোনো ঝুঁকি নিতে চাইছে না বার্সার কোচিং স্টাফ। মৌসুমের এই গুরুত্বপূর্ণ মুহূর্তে পেদ্রিকে তাড়াহুড়া করে ফেরানোকে ঝুঁকিপূর্ণ হিসেবেই দেখছে ক্লাব।
ইতিবাচক দিক হলো, হান্সি ফ্লিক ফিরে পাচ্ছেন দুই গুরুত্বপূর্ণ ফুটবলার মার্কাস রাশফোর্ড ও ফ্র্যাঙ্কি ডি ইয়ংকে।
ফ্লু-জনিত অসুস্থতায় অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে লিগ ম্যাচ মিস করা রাশফোর্ড পুরো অনুশীলনে অংশ নিয়েছেন। নিষেধাজ্ঞা কাটিয়ে পুরো ফিট হয়েই দলে ফিরেছেন ডি ইয়ং। মাঝমাঠে চেলসির বিপক্ষে তার ওপরই ভরসা রাখছে বার্সা।
বিলবাও ম্যাচে বিরতির আগে বদলি হয়ে যাওয়া আলেহান্দ্রো বালদেও পুরোপুরি প্রস্তুত ম্যাচের জন্য।
বার্সার প্রচলিত রুটিন অনুযায়ী মঙ্গলবার সকালে বার্সেলোনায় অনুশীলন শেষে বিকেল ৩টা ৪৫ মিনিটে দল উড়াল দেবে লন্ডনের পথে।

