এবার মাওরোসিও পচেত্তিনোকে কোচ হিসেবে নিয়োগ দিয়েছে ইংলিশ ফুটবল ক্লাব চেলসি।
দুই বছরের জন্য এই ৫১ বছর বয়সী আর্জেন্টাইনকে কোচ হিসে নিয়োগ দিয়েছে চেলসি। পহেলা জুলাই ২০২৩, চেলসি কোচের দায়িত্ব গ্রহণ করবেন পচেত্তিনো। এই মেয়াদ আরও এক বছর বাড়ানোর সুযোগও থাকছে।
চলতি মৌসুমটা মোটেও ভালো যায়নি চেলসি। সবশেষ পিএসজির কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন পচেত্তিনো।