আইপিএলের গত আসরে ১২ ইনিংসে ১৮ উইকেট শিকার করে চেন্নাইয়ের শিরোপা জয়ে দুর্দান্ত ভূমিকা ছিল লঙ্কান পেসার মাথিশা পাথিরানার। কিন্তু চোটের কারণে আইপিএলের উদ্বোধনী ম্যাচটি খেলতে যেতে পারেননি তিনি। প্রথম ম্যাচ খেলতে না পারলেও এরইমধ্যে চেন্নাইয়ে যোগ দিয়েছেন লঙ্কান এই পেসার।
পাথিরানার ম্যানেজার অমিলা কালুগালেজের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, পাথিরানা চেন্নাইয়ে পৌঁছে গেছেন। দলে যোগ দিলেও লঙ্কান পেসার কবে নাগাদ ম্যাচ খেলতে পারবেন, তা এখনও জানা যায়নি। লঙ্কান এই পেসারকে এক্সে ট্যাগ করে ম্যানেজার অমিলা লেখেন, ‘সে এইমাত্র চেন্নাইয়ে পৌঁছাল।’
পাথিরানার চোটে চেন্নাইয়ে সুযোগ বাড়ে মুস্তাফিজের। প্রথম ম্যাচে নেমেই বর্ণিল এক মুস্তাফিজের দেখা মিলল। চেন্নাইয়ের হয়ে অভিষেক ম্যাচে দলকে জিতিয়েই জোড়া পুরস্কার পেয়েছেন মুস্তাফিজুর রহমান। ম্যাচসেরার পুরস্কার তো পেয়েছেনই, সাথে জুটেছে আল্টিমেট ফ্যান্টাসি প্লেয়ারের পুরস্কারও।