চেন্নাইয়ের পঞ্চম নাকি গুজরাটের দ্বিতীয়?

0

আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আজ রাত ৮টায় ফাইনালে মুখোমুখি হবে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস ও হার্দিক পান্ডিয়ার গুজরাট টাইটান্স। দারুণ খেলেই ফাইনালে উঠে এসেছে এই দুই দল।

টুর্নামেন্টের চলতি আসরের প্রথম কোয়ালিয়াফারে গুজরাটকে হারিয়ে সবার আগে ফাইনাল নিশ্চিত করে চেন্নাই। আর শুক্রবার দ্বিতীয় কোয়ালিফায়ারে শুভমান গিলের রেকর্ড সেঞ্চুরিতে আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্সকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে গুজরাট।

আজ সেই একই মাঠে প্রতিপক্ষ হিসেবে গুজরাট পাচ্ছে চারবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসকে। আজ ফাইনাল জিতলে টানা দ্বিতীয়বারের মতো শিরোপা জিতবে দলটি।

এদিকে, সবচেয়ে বেশি আইপিএলের ফাইনাল খেলেছে চেন্নাই। এ নিয়ে ১০ বার ফাইনালে উঠলো চেন্নাই সুপার কিংস। তার মধ্যে চারবার শিরোপা জিতেছে তারা। এবার ফাইনাল জিতলে পঞ্চমবারের মতো শিরোপা ঘরে তুলবে ধোনির চেন্নাই।

সুতরাং, কার ঘরে উঠবে শিরোপা-এমন প্রশ্ন আইপিএল প্রেমিদের মনে। টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হবে গুজরাট, নাকি পঞ্চমবারের মতো শিরোপা হাতে তুলে নেবেন চেন্নাই সুপার কিংস অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here