চেন্নাইকে হারিয়ে পয়েন্ট টেবিলে এক ধাপ এগোলো হায়দরাবাদ

0

চেন্নাই সুপার কিংসকে ৫ উইকেটে হারিয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। এই জয়ে ৯ ম্যাচে ৩ জয়ে এক ধাপ এগিয়ে টেবিলের অষ্টম স্থানে উঠে এলো দলটি। অন্যদিকে সমান ম্যাচে সপ্তম হারে তলানিতেই রয়ে গেছে চেন্নাই।

শুক্রবার ঘরের মাঠ এম এ চিদাম্বরম ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে ১৯.৪ ওভারে ১৫৪ রানে অলআউট হয় চেন্নাই। জবাবে ৫ উইকেট ৮ বল হাতে রেখেই জয় তুলে নেয় হায়দরাবাদ।

আগে ব্যাটিংয়ে নেমে শুরুটাa ভালো হয়নি চেন্নাইয়ের। দলীয় রানের খাতা খোলার আগেই ওপেনার শাইখ রাশিদের (১ বলে ০) উইকেট হারায় তারা। মোহাম্মদ শামির ইনিংসের প্রথম বলেই স্লিপে অভিষেক শর্মার হাতে ক্যাচ দেন রাশিদ।

দ্বিতীয় উইকেটে ৩৯ রানের জুটি গড়েন আয়ুশ মাহার্তে ও স্যাম কারেন। ১০ বলে ৬ রান করে সাজঘরে ফেরত যান কারেন। ১৯ বলে ৩০ রানে আটকে যান মাহার্তে। ৪৭ রানে চেন্নাই হারায় ৩ উইকেট।

এদিন ১৭ বলে ২১ রান আসে বরীন্দ্র জাদেজার ব্যাট থেকে। চেন্নাইয়ের হয়ে ২৫ বলে সর্বোচ্চ ৪২ রান করেন দক্ষিণ আফ্রিকান ব্যাটার ডেওয়ালড ব্রেভিস।

শিবম দুবে ১২, মহেন্দ্র সিং ধোনি ৬ ও আনশুল কম্বুজ ও নুর আহমদ ২ রান করে সাজঘরে ফিরলে ১৩৭ রানে ৯ উইকেটের পতন হয় চেন্নাইয়ের। শেষ দিকে একাই লড়াই করে চ্যালেঞ্জিং স্কোর চেষ্টা করেন দিপক হুডা। ২১ বলে ২২ রান করেন তিনি আউট হলে ১৯.৪ ওভারে থামে চেন্নাই। 

১৫৫ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে শুরুতে বিপদে পড়ে হায়দরাবাদ। রানের খাতা খোলার আগে উইকেট হারায় তারাও। ২ বল খেলে শূন্য রানে ফেরেন ওপেনার অভিষেক শর্মা। ১৬ বলে ১৯ রানে থামেন ট্রাভিস হেড। ৮ বলে ৭ রান করে হেনরিখ ক্লাসেন আউট হওয়ার পর দলীয় সংগ্রহের ভিত মজবুত করেন ইশান কিশান। হায়দরাবাদের ইনিংসের সর্বোচ্চ ৩৪ বলে ৪৪ রান করেন তিনি।

ইশান কিশানের পর দ্রুত আউট হন অনিকেত ভার্মা। ১০৬ রানে ৫ উইকেট হারিয়ে কিছুটা বিপাকে পড়েছিল হায়দরাবাদ। তবে কামিন্দু মেন্ডিস ও নিতিশ কুমার রেড্ডি ৪৯ রানের জুটি গড়লে বিপদ কেটে যায়।

এদিন ২২ বলে ৩২ করে মেন্ডিস এবং রেড্ডি ১৩ বলে ১৯ রানের অপরাজিত ইনিংস খেলে হায়দরাবাদকে জিতিয়ে্ মাঠ ছাড়েন।

বল হাতে হায়দরাবাদের হয়ে ২৮ রানে ৪ উইকেট শিকার করেন হার্শাল প্যাটেল। ২টি করে উইকেট নেন জয়দেব উনাদকাট ও প্যাট কামিন্স। চেন্নাইয়ে হয়ে ৪২ রানে ২ উইকেট পান নুর আহমদ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here