বড় ধরনের চুরির ঘটনা বলতে গিয়ে মানুষ ‘পুকুর চুরি’র প্রসঙ্গ টানে। কেননা, আর যা-ই হোক না কেন, পুকুর কখনও চুরি করা যায় না। এটিকে অসম্ভব বলে মনে করা হয়। কিন্তু আজকাল যেন আর কিছুই অসম্ভব নয়। সম্প্রতি ভারতের মুম্বাইয়ে ঘটেছে এমনই এক ঘটনা।
দেশটির ‘আদানি ইলেক্ট্রিসিটি মুম্বাই লিমিটেড’ এর ৯০ ফুট দীর্ঘ ৬ হাজার কেজি ওজনের একটি লোহার সেতু চুরি হয়ে গেছে! তবে ঘটনা যত আশ্চর্যেরই হোক না কেন, পুলিশ এরই মধ্যে এই কুকর্মের তথ্য উদ্ধার করে ফেলেছে। চুরির অভিযোগে চার ব্যক্তিকে গ্রেফতারও করেছে মুম্বাই পুলিশ।
জানা গেছে, ওই এলাকায় কোনও সিসিটিভি ক্যামেরা ছিল না। ফলে পুলিশকে আশেপাশের এলাকার সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে দেখতে হয়েছে। এতে ১১ জুন সেতু এলাকার দিকে বড় একটি গাড়িকে যেতে দেখা যায়। পরে পুলিশ রেজিস্ট্রেশন নম্বরের মাধ্যমে গাড়িটির অবস্থান জানে। গাড়িটিকে পাওয়ার পরই রহস্যভেদ হয়। গাড়িটিতে ছিল লোহা কাটার সরঞ্জাম। সেতুর লোহা কেটে ছয় হাজার কেজি ওজনের ওই সেতুটি চুরি করে নিয়ে যাওয়া হয়।
তদন্তে নেমে পুলিশ অবশ্য সর্ষের মধ্যেই ভূতকে পায়। জানা যায়, ওই সেতুটি নির্মাণ করেছিল যে প্রতিষ্ঠান সেখানকার এক কর্মীই এই সাংঘাতিক কাণ্ড ঘটিয়েছেন। পরে ওই কর্মী ও তার বাকি তিন সহযোগীদের গ্রেফতার করা হয়। পাশাপাশি সেতুর চুরি যাওয়া লোহাগুলোও উদ্ধার করা হয় বলেও জানায় পুলিশ। সূত্র: ইন্ডিয়া টুডে, আউট লুক ইন্ডিয়া, এনডিটিভি, জিনিউজ, হিন্দুস্তান টাইমস, ইন্ডিয়ান এক্সপ্রেস