চুরির কাহিনীতে ‘অধ্যাপক‌’ নওয়াজউদ্দিন সিদ্দিকি

0
চুরির কাহিনীতে ‘অধ্যাপক‌' নওয়াজউদ্দিন সিদ্দিকি

দুর্দান্ত অভিনয় করে দর্শকদের মন জয় করেছেন বলিউডের নওয়াজ উদ্দিন সিদ্দিকি। কমেডি থেকে ভিলেন, সব চরিত্রেই তার ভিন্ন ধরনের অভিনয় সবাইকে মুগ্ধ করে। এবার তাকে দেখা যাবে পদার্থ বিজ্ঞানের একজন অধ্যাপক হিসেবে। যিনি অপ্রত্যাশিতভাবে জড়িয়ে পড়েন চুরির বিষয়বস্তুনির্ভর চুরির কাহিনিতে। 

প্রতিবেন অনুযায়ী, পরিচালক কুশাগ্র শর্মার হাইস্ট বা অভিযানভিত্তিক ছবি ‘ফরার’-এ একজন মেধাবী অধ্যাপক হিসেবে দেখা যাবে তাকে। ছবিটিতে আন্তর্জাতিক অভিনয়শিল্পীরাও আছেন। হলিউডের মিশন ইম্পসিবল সিনেমার অভিনেতা ইলিয়া ভলোক থাকবেন খলনায়কের ভূমিকায়। আরেক গুরুত্বপূর্ণ চরিত্রে থাকবেন নিমিশা সাজয়ন।

সিনেমায় বৈশ্বিক স্বাদের সংগীত ব্যাকগ্রাউন্ড মিউজিক থাকবে বলে জানিয়েছেন পরিচালক। এ দায়িত্ব দেয়া হয়েছে ‘মানি হাইস্ট’-এর সুরকার ইভান লাকামারাকে। কুশাগ্র শর্মার প্রত্যাশা সিনেমাটি রোমাঞ্চকর, বিশ্বমানের করে তৈরি করতে চলেছেন তিনি।

নওয়াজউদ্দিন সিদ্দিকির বিপরীতে ইলিয়া ভলোককে নেওয়ার বিষয়ে বলেছেন, বৈচিত্র্যপূর্ণ সৃজনশীল কিছু তৈরির চেষ্টা থেকেই তাকে নেওয়া। এর মাধ্যমে শক্তিশালী, অন্য এক ভিলেনকে দেখাতে চাই, প্রচলিত ধাঁচের খলনায়ক নয়। সিনেমা ক্রমেই বিশ্বব্যাপী হয়ে উঠছে। এই বাস্তবতার প্রকাশে দুজন গুণী অভিনয়শিল্পীকে একত্রিত করা হয়েছে। বিশ্বায়িত চলচ্চিত্রের যুগে বলিউডের গল্প বলার ধরনও যেন পৃথিবীর সব দর্শকের সঙ্গে সম্পর্ক তৈরি করতে পারে সেভাবেই নির্মাণ করতে চাই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here