মানিকগঞ্জের কর্নেল মালেক সড়কের ব্যবসায়ীরা দোকানের নিরাপত্তায় ব্যবহার করছেন ১০টি থেকে ৪০টি তালা। এতো তালা ব্যবহারের পরেও অনেকে নিরাপদ বোধ করছেন না। তাই কেও কেও সিসি ক্যামেরা লাগিয়েছেন। এছাড়া নৈশপ্রহরীতো আছেই। এরপরও ব্যবসায়ীরা বলেন, তালাই আমাদের একমাত্র ভরসা।
সরেজমিনে দেখা যায়, ওই সড়কের বেশির ভাগ ব্যবসা প্রতিষ্ঠানে অতিরিক্ত তালা ব্যবহার করা হয়েছে। অন্য কোথাও দোকানে এতো তালার ব্যবহার দেখা যায় না। নিউ রাজ্জাক ব্যাটারির পরিচালক আশিক খান জানান, আগে চারটি তালা লাগানো হতো। গত চার বছর আগে দোকানের সাটার কেটে ১৭ লাখ টাকার মালামাল নিয়ে যায়। এরপর বিভিন্ন কৌশলে ৩০টি তালা লাগানো হয়। এরপর আর কোনও চুরি হয়নি।
এছাড়া শাপলা ইলেকট্রিকসহ অন্যান্য ব্যবসায়ীরাও দশ থেকে ২০টি পর্যন্ত তালা ব্যবহার করে দোকানের চুরিরোধে মোটামুটি নিশ্চয়তা পেয়েছেন বলে জানিয়েছেন।