চুয়াডাঙ্গা ২ আসনের (দামুড়হুদা-জীবননগর) বিএনপি মনোনীত প্রার্থী ও বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বলেছেন, ‘চুয়াডাঙ্গায় একটি কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, স্বাস্থ্যসেবা ও শিক্ষার মান উন্নয়নে কাজ করতে চাই। সর্বোপরি চুয়াডাঙ্গার সার্বিক উন্নয়নে ভূমিকা রাখাতে চাই’।
সোমবার দুপুরে চুয়াডাঙ্গা চেম্বার ভবনে গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
মাহমুদ হাসান বলেন, ‘জনগণের রায়ে নির্বাচিত হতে পারলে দীর্ঘদিনের অবহেলিত জনপদ চুয়াডাঙ্গা ২ আসনের সার্বিক উন্নয়নে ভূমিকা রাখবো’। তিনি বলেন, ‘আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে আয়োজনের লক্ষ্যে সরকার কাজ করছে। একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমেই দেশের জন্য সঠিক নেতৃত্ব উঠে আসবে।’
সাংবাদিকদের প্রশ্নের জবাবে মাহমুদ হাসান খান বাবু বলেন, ‘জনগণের সিদ্ধান্তেই চুয়াডাঙ্গা ২ আসনে সঠিক নেতৃত্ব প্রতিষ্ঠিত হবে। নির্বাচিত হলে এ আসনকে চাঁদাবাজি ও দুর্নীতিমুক্ত করতে ভূমিকা রাখা হবে।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ মিল্টন, জীবননগর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবুল কালাম আজাদ, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি রাজিব হাসান কচি, সাধারণ সম্পাদক বিপুল আশরাফ, সাংবাদিক সমিতির সভাপতি সরদার আল আমিন, চুয়াডাঙ্গা জেলা প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট মানিক আকবর, সাধারণ সম্পাদক কামরুজ্জামান সেলিম, দৈনিক সময়ের সমীকরণ-এর প্রধান সম্পাদক নাজমুল হক স্বপনসহ জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

