চুয়াডাঙ্গায় লিগ্যাল এইড দিবসে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা

0

‘দ্বন্দ্বে কোনো আনন্দ নাই, আপোস করো ভাই; লিগ্যাল এইড আছে পাশে, কোনো চিন্তা নাই’ এই স্লোগান নিয়ে চুয়াডাঙ্গায় পালিত হয়েছে লিগ্যাল এইড দিবস। দিবস উপলক্ষে চুয়াডাঙ্গায় বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সোমবার সকাল ৯টায় চুয়াডাঙ্গা জেলা ও দায়রা জজ কার্যালয় থেকে বের হয় এক বর্ণাঢ্য র‌্যালি। র‌্যালিটি শহীদ হাসান চত্বর ঘুরে জেলা আইনজীবী সমিতিতে এসে শেষ হয়। র‌্যালিতে নেতৃত্ব দেন চুয়াডাঙ্গা জেলা ও দায়রা জজ মো. আকবর আলী শেখ।

র‌্যালি শেষে চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতি হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা ও দায়রা জজ মো. আকবর আলী শেখ।

অতিথি ছিলেন চুয়াডাঙ্গার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সৈয়দ হাবিবুল ইসলাম, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শিমুল কুমার বিশ্বাস, সিভিল সার্জন ডা. হাদী জিয়া উদ্দিন আহমেদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নয়ন কুমার রাজবংশী, জেলা আইনজীবী সমিতির সভাপতি সাঈদ মাহমুদ শামীম রেজা ডালিম, সাধারণ সম্পাদক মো. আহসান আলী, পাবলিক প্রসিকিউটর মো. মারুফ সরোয়ার বাবু ও সরকারি কৌঁসুলি (জিপি) আব্দুল খালেক প্রমুখ।

সভায় বক্তারা বিনা খরচে আইনগত সেবা জেলার প্রত্যন্ত অঞ্চলের পিছিয়ে থাকা জনগোষ্ঠীর কাছে পৌঁছে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here