চুয়াডাঙ্গায় মৃদু শৈত্যপ্রবাহ, জীবনযাত্রা বিপর্যস্ত

0

চুয়াডাঙ্গা জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। এতে বিপর্যস্ত মানুষের স্বাভাবিক জীবনযাত্রা। ছিন্নমূল ও অসহায় মানুষের দুর্ভোগ চরমে। 

শুক্রবার (১০ জানুয়ারি) সকাল ৯টায় চুয়াডাঙ্গায় ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯০ শতাংশ। গত দুই দিন যাবত চুয়াডাঙ্গার ওপর দিয়ে মৃদ শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। চলতি মৌসুমে এটিই জেলার সর্বনিম্ন তাপমাত্রা।

চুয়াডাঙ্গার প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের জ্যেষ্ঠ পর্যবেক্ষক রাকিবুল হাসান বলেন, শুক্রবার সকাল ৯টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। যা চলতি মৌসুমের জেলার সর্বনিম্ন তাপমাত্রা। জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ শুরু হয়েছে, যা কয়েকদিন অব্যাহত থাকতে পারে এবং তাপমাত্রা আরও কমতে পারে।

এদিকে, তীব্র শীতে প্রয়োজনীয় কাজ ছাড়া কেউ ঘরের বাইরে বের হচ্ছেন না। ফলে সব থেকে বেশি সমস্যায় পড়েছেন দিন আনা দিন খাওয়া মানুষেরা। 

অপরদিকে, চুয়াডাঙ্গা জেলার সদর হাসপাতালসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে বেড়েছে শীতজনিত রোগীর সংখ্যা। এরমধ্যে বেশিরভাগই রোটাভাইরাস জনির কারণে ডায়রিয়া ও নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছে বয়োবৃদ্ধসহ শিশুরা। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here