চুয়াডাঙ্গায় মাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন

0

চুয়াডাঙ্গার সদর উপজেলার পিরোজখালি গ্রামে মা জবেদা খাতুনকে (৫০) হত্যার দায়ে ছেলে মুকুল হোসেনকে (২৮) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার দুপুরে চুয়াডাঙ্গার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক জিয়া হায়দার এ রায় ঘোষণা করেন। মামলার একমাত্র আসামি ছেলে মুকুল হোসেনের উপস্থিতিতে রায় ঘোষণা করা হয়। 

চুয়াডাঙ্গার পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. বেলাল হোসেন জানান, এ মামলায় নিহত জবেদা খাতুন সদর উপজেলার পিরোজখালি গ্রামের মো. আসান আলীর স্ত্রী। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মুকুল হোসেন নিহত জবেদা খাতুনের ছেলে। ২০২১ সালের ১৩ নভেম্বর বিকেল সাড়ে চারটার দিকে নিজেদের বাড়িতে মা জবেদা খাতুনকে ছেলে মুকুল হোসেন ধারালো হাসুয়া দিয়ে মাথায় আঘাত করে হত্যা করে। জমিজমা নিয়ে বিরোধের কারণে এ হত্যাকান্ড সংঘঠিত হয় বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here