চুয়াডাঙ্গায় ‘মধুমাসে ফল উৎসব’ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় স্বেচ্ছাসেবী সংগঠন তারাদেবী ফাউন্ডেশন চত্বরে এ ফল উৎসব হয়। বাংলাদেশ জুয়েলারি সমিতির সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালা এ উৎসবের আয়োজন করেন।
ফল উৎসবে চুয়াডাঙ্গায় উৎপাদিত দেশী-বিদেশী প্রায় ৪০ ধরনের ফল প্রদর্শণ ও আমন্ত্রিত অতিথিদের পরিবেশন করা হয়। একই সাথে চলে সঙ্গীতানুষ্ঠান।