চুয়াডাঙ্গায় দূরপাল্লার যাত্রীবাহী বাসে বাড়তি ভাড়া আদায় প্রতিরোধে অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।
বৃহস্পতিবার বেলা ১১টায় শহরের বড় বাজার এলাকায় অবস্থিত কয়েকটি দূরপাল্লার পরিবহন কাউন্টারে এ অভিযান চালানো হয়। অভিযানে প্রাথমিক পর্যায়ে সকলকে সতর্ক করা হয়।
বিআরটিএ’র সহকারী পরিচালক সৈয়দ আইনুল হুদা চৌধুরী বলেন, চুয়াডাঙ্গা থেকে ছেড়ে যাওয়া বেশির ভাগ দূরপাল্লার বাসেই মেহেরপুর বা মুজিবনগরের ভাড়া গ্রহণ করার অভিযোগ আছে। প্রকৃতপক্ষে চুয়াডাঙ্গার থেকে ঢাকার ভাড়া মেহেরপুরের চেয়ে অন্তত ৯০ টাকা কম হওয়ার কথা। কিন্তু পরিবহন মালিকরা কৌশলে এ রুটের যাত্রীদের কাছ থেকে মেহেরপুরের ভাড়া আদায় করেন।
তিনি বলেন, প্রথম দিন আমরা শহরের কয়েকটি কাউন্টারে গিয়ে তাদের সতর্ক করেছি। পরবর্তীতে আইননানুগ ব্যবস্থা নেওয়া হবে।