চুয়াডাঙ্গায় পিস্তল ও গুলিসহ যুবক আটক

0

চুয়াডাঙ্গার জীবননগরের সীমান্ত এলাকা চ্যাংখালি রোড থেকে একটি দেশিয় তৈরি পিস্তল ও এক রাউন্ড গুলিসহ আল আমিন (২৮) নামে এক যুবককে আটক করেছে বিজিবি। আটক আল আমিন দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার বড়হরিপুর গ্রামের আবু তালেবের ছেলে।

শনিবার দুপুরে ৫৮ বিজিবির পক্ষ থেকে সাংবাদিকদের এসব তথ্য জানানো হয়।

প্রথমে সে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে ধরা পড়ে বিজিবি সদস্যদের হাতে। আটক আল আমিনের শরীর তল্লাশি করে তার ডান পায়ে টেপ দিয়ে জড়ানো একটি দেশি তৈরি পিস্তল ও বাম পায়ের জুতার মধ্য থেকে এক রাউন্ড গুলি জব্দ করা হয়। অস্ত্র ও গুলিসহ আসামিকে জীবননগর থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here