চুয়াডাঙ্গা শিল্পকলা একাডেমি চত্ত্বরে তিন দিনব্যাপী জাতীয় পিঠা ও লোকসংস্কৃতি উৎসব শুরু হয়েছে। বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে বুধবার বিকালে এ উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাজমুল হামিদ রেজার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান মাহফুজুর রহমান মঞ্জু, অতিরিক্ত জেলা প্রশাসক শারমিন আক্তার ও অতিরিক্ত পুলিশ সুপার নাজিম উদ্দীন আল আজাদ। উৎসবে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের উদ্যোগে গ্রাম-বাংলার নানা স্বাদ ও বর্ণের পিঠার স্টল বসানো হয়েছে।