চুয়াডাঙ্গা প্রতিনিধি
জীবননগর থানার পরিদর্শক (তদন্ত) স্বপন কুমার বিশ্বাস জানান, নিহত আবু সাঈদ জুতার ব্যবসা করতেন। জীবননগর বাজারে তার একটি জুতার দোকান আছে। গত ২ এপ্রিল ভোরে নামাজ পড়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ ছিলেন আবু সাঈদ। ২ এপ্রিল সারাদিন আবু সাঈদকে খুঁজে না পেয়ে পরদিন ৩ এপ্রিল পরিবারের পক্ষ থেকে জীবননগর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়।
তিনি জানান, বৃহস্পতিবার সকালে এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে পুলিশ জীবননগরের বসুতিপাড়ার একটি নির্মাণাধীন ভবনে লিফটের জন্য রাখা ফাঁকা স্থান থেকে তার লাশ উদ্ধার করে।
পরিদর্শক (তদন্ত) স্বপন কুমার বিশ্বাস আরও জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠানো কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। ময়নাতদন্তের পর জানা যাবে মৃত্যুর প্রকৃত কারণ।