চুয়াডাঙ্গার হাতিকাটা ও আলুকদিয়ায় দুটি মুড়ির ফ্যাক্টরিতে অভিযান চালিয়ে ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অস্বাস্থ্যকর পরিবেশে মুড়ি উৎপাদন ও প্যাকেটে অসত্য তথ্য উপস্থাপন করায় এ জরিমানা করা হয়। বুধবার দুপুর ১২টায় জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহমেদ এ অভিযান পরিচালনা করেন।
সহকারী পরিচালক সজল আহমেদ জানান, হাতিকাটায় মেসার্স ইনসাফ অয়েল অ্যান্ড মুড়ি ফ্যাক্টরিকে পূর্বে সতর্ক করা স্বত্ত্বে ও অস্বাস্থ্যকর পরিবেশে তেল ও মুড়ি তৈরি, মুড়ির প্যাকেটে অসত্য তথ্য দেয়া ইত্যাদি অপরাধে প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৩ ও ৪৪ ধারায় ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। পরবর্তীতে আলুকদিয়ায় মেসার্স আনারস মুড়ি ফ্যাক্টরিতে তদারকি করা হয়। একই অপরাধ ও ধারায় প্রতিষ্ঠানটিকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় সবাইকে সতর্ক করে দেয়া হয়। অভিযানে সার্বিক সহযোগিতায় ছিলেন চুয়াডাঙ্গা পুলিশ লাইন্সের একটি একটি টিম।